ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
‘হঠাৎ বড়লোক’ নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও তাসনুভা তিশা। একসঙ্গে তাঁদের তেমন দেখা যায় না। তবু নাটকটি এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে ৭ নম্বরে রয়েছে। নাটকের প্রচারণায় নিলয় লিখেছেন, ‘বড়লোক হওয়ার পর কাউকে সম্মান দিতে ইচ্ছা করে না।’
গায়িকা বাঁধন সরকার পূজা ফেসবুকে বেশির ভাগ সময় সরব থাকেন। ভক্তদের সঙ্গে গান ও ব্যক্তিগত মতামত ভাগাভাগি করেন। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘অসময়ে সঙ্গ দিয়ো! সুসময়ে সঙ্গী কেনা যায়।’
বিজ্ঞাপন
নাটোরের সন্তান কমেডিয়ান ও অভিনেতা আবু হেনা রনি। সময় পেলেই তিনি চলে যান এলাকায়। নানা রকম সচেতনতার কাজ করতে আগ্রহী থাকেন। এবারও এলাকায় গাছ লাগানো কর্মসূচি পালন করেন। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘যত কাজ, তত গাছ।’
বিজ্ঞাপন
নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে নাম লেখান সিনেমায়। মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘সংগ্রাম’। পরে আর অভিনয়ে নিয়মিত হননি অভিনেত্রী ও মডেল দিলরুবা ইয়াসমিন রুহী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। তিনি লিখেছেন, ‘আমার সঙ্গে খেলা দেখাতে এসো না পিও, তোমাকে কিন্তু হারায় বসায়ে রাখব। হয়তো চোখের নেশায়, নয়তো টোল পরা মুচকি হাসিতে। অথবা কথার ঝালে, নয়তো প্রেমের কবিতায়! হ্যাপি উইকেন্ড!’