অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সর্বশেষ ‘তিথিডোর’ নাটকে অনবদ্য অভিনয় দিয়ে আবারও দর্শকহৃদয়ে নাড়া দিয়েছেন। নাটকে একজন অবিবাহিত মেয়ের জীবনের সংগ্রাম ও হতাশা যে কতখানি গভীর হতে পারে, সেটি পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। নাটক ও ওয়েবের পাশাপাশি সিনেমাও করছেন মেহজাবীন।
অভিনয়ে ব্যস্ত সূচির মধ্যেও নিজেকে সময় দিতে ভীষণ পছন্দ করেন এই অভিনেত্রী। ফুরসত পেলেই দেশ–বিদেশ ঘুরতে ভালোবাসেন।
ঘোরাঘুরির বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ভিন্ন সাজে, অন্য রূপে ধরা দেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন এই অভিনেত্রী। দূর দেশের দৈনন্দিন রোজনামচাও নিয়ম করে দিচ্ছেন ফেসবুকে।
নায়াগ্রা জলপ্রতাতে ঘুরতে যাওয়ার স্বপ্ন ছিল মেহজাবীনের। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। নায়াগ্রা জলপ্রপাতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এ কথা জানান মেহজাবীন চৌধুরী।
ছবিতে তাঁকে খোশমেজাজে দেখা গেছে। অভিনেত্রীর পরনে ছিল সাদা প্যান্ট। নীল লুরেক্স স্লিম নিট শার্টে পরিপাটি লাগছিল অভিনেত্রীকে। খোলা চুলে চোখে রোদচশমায় অভিনেত্রীর মিষ্টি হাসি দেখে অভিভূত তাঁর ভক্ত-অনুরাগীরাও। কমেন্ট বক্স ভরে উঠেছে প্রশংসাবাক্যে।
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারে বিজয়ী হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন মেহজাবীন চৌধুরী। একের পর এক নাটক-বিজ্ঞাপনে দর্শকের নজর কাড়েন তিনি। এখন পর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন এই অভিনেত্রী।