ঘোষণা করা হয়েছে ৫২তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন। ১৯ সেপ্টেম্বর রাতে এই মনোনয়ন ঘোষণা করা হয়। এতে একমাত্র ভারতীয় সিরিজ হিসেবে মনোনয়ন পেয়েছে ‘দ্য নাইট ম্যানেজার’। খবর এনডিটিভির
২০১৬ সালে মুক্তির পর ব্যাপক আলোচিত হয় বিবিসির মিনি সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’। এতে অভিনয় করেছিলেন টম হিডলস্টন, হিউ লরি ও অলিভিয়া কোলম্যান। ২০২৩ সালে একই নামে মুক্তি পায় থ্রিলার সিরিজটির হিন্দি রিমেক।
ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া সিরিজটিও ব্যাপক আলোচিত হয়। অনিল কাপুর, শাশ্বত চ্যাটার্জি, আদিত্য রায় কাপুর ও সবিতা ধুলিপালা অভিনীত সন্দীপ মোদির সিরিজটি আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে সেরা ড্রামা সিরিজ বিভাগে মনোনীত হয়েছে।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ফ্রান্স ও জাপানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ড্রপস অব গড’, অস্ট্রেলিয়ার ‘দ্য নিউজরিডার’, আর্জেন্টিনার ‘ইয়োসি, দ্য রিগ্রেটফুল স্পাই’।
সেরা কমেডি সিরিজ বিভাগে মনোনীত হয়েছে দক্ষিণ কোরিয়ার ‘ডেইলি ডোজ অব শানসাইন’, অস্ট্রেলিয়ার ‘ডেডলোচ’, আর্জেন্টিনার ‘ডিভিশন পালের্মো’ ও ফ্রান্সের ‘এইচপিআই’।
আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত ‘দ্য নাইট ম্যানেজার’ টিম। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে অনিল বলেন, ‘অসাধারণ খবর!’
অভিনেতা আরও বলেন, ‘“দ্য নাইট ম্যানেজার”-এর এমির মনোনয়নের খবর পেয়েছি। এতে অভিনয়ের প্রস্তাব পেয়ে দ্বিধাগ্রস্ত হয়েছিলাম। কারণ, চরিত্রটি ছিল অনেক জটিল। চরিত্রটিতে হিউ লরি যে দক্ষতা দেখিয়েছেন, তাতে নতুনত্ব যোগ করার চেষ্টা আমার জন্য বিশাল চ্যালেঞ্জের ছিল।’
আগামী ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে মূল পুরস্কার প্রদান অনুষ্ঠান। প্রথম ভারতীয় হিসেবে সেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ও স্ট্যান্ডআপ কমেডিয়ান বীর দাসকে।