সালাহউদ্দিন লাভলু ও অভিনেতা চঞ্চল চৌধুরী
সালাহউদ্দিন লাভলু ও অভিনেতা চঞ্চল চৌধুরী

আজ লাভলু-চঞ্চল জুটির নাটক

বৃন্দাবন দাসের লেখা নাটক। সেই নাটকের নির্মাতা সালাহউদ্দিন লাভলু। নাটকের প্রধান চরিত্র চঞ্চল চৌধুরী। এই তিনের সফল মেলবন্ধন তৈরি হয়েছিল টেলিভিশন নাটকের সফল একটি দলে। বহু জনপ্রিয় নাটকে অভিনয় ও পরিচালনায় জুটি হয়েছেন সালাহউদ্দিন লাভলু ও অভিনেতা চঞ্চল চৌধুরী। বিশেষ করে লাভলুর পরিচালনায় বহু খণ্ড কিংবা ধারাবাহিক নাটক এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আজও চর্চিত হয়।
দীর্ঘদিন পর ঈদুল আজহা উপলক্ষে এই জুটিকে দেখা যাবে একক নাটকে! মাসুম রেজার রচনায় লাভলুর পরিচালনায় নাটকের নাম ‘পোকা দিয়ে পোকা ধরা’। এই নাটকেই অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া দেখা যাবে নাঈমা আলম মাহা, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, তুষার খান, আলতাফ উদ্দিন, রিপনসহ অনেককে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটকটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘লাভলু ভাইয়ের নির্দেশনায় এর আগে বহু নাটকে কাজ করেছি। তিনি এ দেশের অত্যন্ত মেধাবী, গুণী নাট্যনির্মাতা এবং গুণী অভিনেতাও বটে। তাঁর নির্দেশনা আমি সব সময়ই ভীষণ উপভোগ করি।’

আজ ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘পোকা দিয়ে পোকা ধরা’।