মাসুমা রহমান নাবিলা ও মামনুন ইমন
মাসুমা রহমান নাবিলা ও মামনুন ইমন

ঈদ আনন্দমেলার উপস্থাপক নাবিলা, সঙ্গে প্রথমবার ইমন

‘তুফান’ ছবি দিয়ে নতুন করে আলোচনায় মাসুমা রহমান নাবিলা। গেল বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি তাঁকে আলোচনায় আনলেও এরপর অবশ্য আর নতুন কোনো ছবিতে দেখা যায়নি। তবে এবার তিনি খবরে এলেন ঈদ আনন্দমেলা অনুষ্ঠান ঘিরে। বাংলাদেশ টেলিভিশন প্রযোজক মাহবুবা ফেরদৌস আজ শনিবার দুপুরে প্রথম আলোকে জানালেন, এবারের ঈদ আনন্দমেলা উপস্থাপনা করবেন নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন। মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠানের স্টুডিও পর্বের দৃশ্যধারণ হবে। উপস্থাপনায় বৈচিত্র্য আনতে এবার নাবিলা ও ইমনকে চূড়ান্ত করা হয়েছে—এমনটাই জানিয়েছেন আনন্দমেলা সংশ্লিষ্টরা।

মাসুমা রহমান নাবিলা।
ছবি: প্রথম আলো

এ নিয়ে দ্বিতীয়বার ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা উপস্থাপনা করতে যাচ্ছেন নাবিলা। অন্যদিকে চিত্রনায়ক ইমনের প্রথমবার। সাত বছর আগে নাবিলা যখন আনন্দমেলা উপস্থাপনা করেন, তখন আরেকজন উপস্থাপক ছিলেন সজল।

ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে নাবিলা প্রথম আলোকে বললেন, ‘আমি সৌদি আরবে ছিলাম যখন, তখন আমাদের বাঙালি কমিউনিটিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো। তারাও তাদের অনুষ্ঠানের নাম আনন্দমেলা রাখত। আমি এ রকম অনুষ্ঠানে গিয়েছিও। অনেক অনুষ্ঠান গানের সঙ্গে গিটার বাজিয়েছি। সৌদি আরবের আনন্দমেলা অনুষ্ঠান নিয়ে আমার এ রকম স্মৃতিও আছে। ঈদ মানে আমরা তো বিটিভির সামনে বসে আনন্দমেলা দেখলাম। সাত বছর আগে যখন এই অনুষ্ঠানের উপস্থাপনা প্রথমবার করলাম সজল ভাইয়ের সঙ্গে, তখন অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করেছে। তবে এবার হয়তো কিছুটা কম কিন্তু এটা ভেবে ভালো লাগছে, বিটিভি যে আবার আমাকে এই অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে ভেবেছে।’

মামনুন ইমন

কথা প্রসঙ্গে নাবিলা এ–ও বললেন, ‘বিটিভির কয়েকটি সিগনেচার অনুষ্ঠানের মধ্যে একটি আনন্দমেলা। দীর্ঘ সময় ধরে তারা অনুষ্ঠানটি ধরে রেখেছে। এই অনুষ্ঠানের প্রতি বাংলাদেশের মানুষের এখনো অনেক বেশি আগ্রহ আছে। প্রত্যন্ত অঞ্চলে এখনো অনুষ্ঠানটি দেখার জন্য মানুষের আগ্রহ দেখা যায়। তাই ভালো লাগছে। ঈদ ভাইবটা অনুভব করছি।’

ইমন বলেন, ‘বিটিভির আনন্দমেলা মানেই অন্য রকম আয়োজন। অনেকবার আনন্দমেলায় বিভিন্ন সময় পরিবেশনায় অংশ নিলেও প্রথমবার উপস্থাপনা করতে যাচ্ছি। তা ছাড়া এটি নাবিলা আর আমার প্রথম কাজও। ছোটবেলায় আনন্দমেলা অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতাম। এরপর তো দেখতাম কারা কারা এই অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। এবার সেই তালিকায় আমার নাম যুক্ত হচ্ছে! প্রস্তাব পাওয়ার পর তাই আর না করিনি। এতে আমার ভূমিকা কেমন হবে, তা জানতে হলে ঈদে বিটিভির পর্দায় চোখ রাখতে হবে।’

আনন্দমেলা নিয়ে অনুষ্ঠানের প্রযোজক মাহবুবা ফেরদৌস বলেন, ‘বেশ বড় আয়োজন নিয়ে এবার আমরা অনুষ্ঠান সাজিয়েছি। জনপ্রিয় সব তারকা হাজির হবেন এবারের অনুষ্ঠানে। নাচের আয়োজনও থাকছে। বাকিটা টেলিভিশনের পর্দায় দেখে জানতে হবে।’