‘টেলিফিল্ম ‘ভালোবাসা এমনই’–এর দৃশ্য। চ্যানেল আইয়ের সৌজন্যে
‘টেলিফিল্ম ‘ভালোবাসা এমনই’–এর দৃশ্য। চ্যানেল আইয়ের সৌজন্যে

চ্যানেল আইতে ‘ভালোবাসা এমনই’, এনটিভিতে ‘বকুলের বিয়ে’

সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের পঞ্চম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এ আয়োজন।

এটিএন বাংলা
সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে একক নাটক ‘মোরগ পোলাও’। অভিনয়ে মুশফিক আর ফারহান, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৪৫ মিনিটে একক নাটক ‘যে ব্যথা অন্তরে’। অভিনয়ে আরশ খান, তাসনুভা তিশা। রাত ১০টা ৩০ মিনিটে ম্যাগাজিন ‘ঈদের বাজনা বাজে রে’। উপস্থাপনা ও পরিচালনা খন্দকার ইসমাইল।

চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ভালোবাসাটা গভীর’। অভিনয়ে জাহিদ হাসান, নাদিয়া নদী। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ভালোবাসা এমনই’। অভিনয়ে জাহের আলভী, তিথি। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধারাবাহিক ‘হবিগঞ্জের হরবোলা’।

‘হবিগঞ্জের হরবোলা’য় আফজাল হোসেন। চ্যানেল আইয়ের সৌজন্যে

নাট্যরূপ ও পরিচালনা আফজাল হোসেন। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে একক নাটক ‘যৌথ পরিবার’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘অনলাইন আপা’। অভিনয়ে সাবিলা নূর, জোনায়েদ বোগদাদী।

এনটিভি
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘বকুলের বিয়ে’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘বিষদাঁত’।

‘বকুলের বিয়ে’ নাটকের দৃশ্যে নাদিয়া ও চঞ্চল চৌধুরী। এনটিভির সৌজন্যে

অভিনয়ে চঞ্চল চৌধুরী, সারিকা সাবরিন। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘আয়নানামা’। অভিনয়ে শামীম হাসান সরকার, পাভেল। রাত ৯টা ১৫ মিনিটে একক নাটক ‘বাঘ যখন বিলাই’। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘জানোয়ার’। অভিনয়ে জাহের আলভী, তিথি।