‘সময়ের গল্প’ নাটকের দৃশ্য। নির্মাতার সৌজন্যে
‘সময়ের গল্প’ নাটকের দৃশ্য। নির্মাতার সৌজন্যে

দুই প্রজন্মের গল্প নিয়ে একুশের নাটক ‘সময়ের গল্প’

দুই প্রজন্মের গল্প নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘সময়ের গল্প’। আওরঙ্গজেবের চিত্রনাট্য ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন।

নাটকটি নিয়ে নির্মাতা বলেন, ‘নাটকটিতে আমরা দুই প্রজন্মের গল্প বলেছি। একটা প্রজন্ম, যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছে, একুশে ফেব্রুয়ারিকে যারা উৎসবের দিন মনে করে।

এ প্রজন্মের ছেলেমেয়েরা ভাবে, একটা দিন পেয়েছি, আনন্দ করে নিই। তাদের কাছে সাদা–কালো পোশাকই মুখ্য, এই পোশাক পরে তারা পার্টি করবে; একুশের তাৎপর্য সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।

‘সময়ের গল্প’ নাটকের দৃশ্য। নির্মাতার সৌজন্যে

আবার বস্তি বা সমাজের একটু নিম্নশ্রেণির মানুষের কাছে একুশে ফেব্রুয়ারি মানেই হলো চাঁদা তুলে পিকনিক করা। এই দুই শ্রেণি কি ভাষা আন্দোলনের তাৎপর্য বুঝে শহীদ মিনারে ফুল দিতে যাবে—নাটকটিতে এ প্রশ্নের উত্তর মিলবে।’

‘সময়ের গল্প’ নাটকটিতে এই সময়ের তরুণীর চরিত্রে অভিনয় করেছেন মিম মানতাসা, বস্তির মোড়লের চরিত্রে দেখা যাবে চাষী আলামকে। নাটকটিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন ফরহাদ বাবু।

‘সময়ের গল্প’ নাটকের দৃশ্য। নির্মাতার সৌজন্যে

২১ ফেব্রুয়ারির বিশেষ অনুষ্ঠানমালায় নাটকটি আগামীকাল রাতে প্রচারিত হবে এটিএন বাংলায়।