সিডনি চষে বেড়াচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। চলছে এ সেট থেকে ও সেটে ছোটাছুটি। অপূর্ব ও সাবিলাকে নিয়ে নাটক ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর শুটিং করছেন শিহাব শাহীন। দুই তারকাকে নিয়ে নাম ঠিক না হওয়া আরও চারটি নাটক করছেন রুবেল হাসান। দুই সপ্তাহ ধরে শুটিং চলার কথা রয়েছে।
সিডনি থেকে কিছুটা দূরে স্থানীয় বাংলাদেশি এক চিকিৎসকের বাসায় গতকাল বৃহস্পতিবার নাটকের শুটিং চলাকালে এই প্রতিবেদকের সঙ্গে অপূর্বর কথা হলো। সিডনিতে শুটিং অভিজ্ঞতা নিয়ে অভিনেতা অপূর্ব বলেন, ‘এটা তো একটা দারুণ জায়গা। সিডনিতে অনেক লোকেশনে শুটিং হচ্ছে, উপভোগ করছি। সিডনির প্রোডাকশন টিম যেভাবে সহযোগিতা করছে, এটা অন্য দেশে পাওয়া মুশকিল।’
এই নাটকে অপূর্বের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। সিডনিতে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সিডনির প্রাকৃতিক সৌন্দর্য, শহরের চাকচিক্য আর এখানকার বাংলাদেশিদের সহযোগিতায় আমি মুগ্ধ। সিডনিতে এটাই আমার প্রথম শুটিং, দেশের বাইরেও এটাই প্রথম। আমার বড় ভাইয়ের পরিবার সিডনিতে থাকে, তাই আমার বাড়তি আরাম।’
সিডনিতে শুটিং প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘এ শহর আমার কাছে আলাদা, কারণ এখানে আমার মেয়ে থাকে।’
নতুন নাটক নিয়ে তিনি বলেন, ‘এখনো কাজ শুরু করিনি, কাল (আজ) থেকে শুরু করব। এই কয়েক দিন ঘুরে ঘুরে দেখলাম। সিডনির বহু সাংস্কৃতিক মেলবন্ধন অসাধারণ। বিশেষ করে এখানকার প্রাকৃতিক লাইটিং চমৎকার, কাজ করে আনন্দ পাওয়া যাবে মনে হচ্ছে।’
নতুন দৃশ্য আর গল্পে দর্শকদের ভালো কিছু উপহার দিতে সিডনিতে পরিশ্রম করে চলেছে গোটা শুটিং ইউনিট। প্রযোজনায় সিডনির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান ধূপছায়া এন্টারটেইনমেন্ট।
প্রতিষ্ঠানটির কর্ণধার ফকরুল আলম বলেন, ‘ঈদনাটক নির্মাণের জন্য একটি বাংলাদেশি দল সিডনিতে অবস্থান করছে। অভিনয়শিল্পী, পরিচালকসহ অনেকের সঙ্গেই রয়েছেন তাঁদের পরিবারের সদস্যরাও। সবাই মিলে কিছু সুন্দর নাটক তৈরি করতে চাই, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।’
হঠাৎ বাংলাদেশি শিল্পীদের দেখা পেয়ে সিডনিবাসী বাংলাদেশিরাও খুশি। এ প্রসঙ্গে স্থানীয় চিকিৎসক রেবেকা পারভেজ বলেন, ‘বাংলাদেশি নাটকশিল্প আমাদের গর্ব। দেশের নাটকের একটা উঁচু মর্যাদা রয়েছে। সিডনিতে আমরা বাংলাদেশিদের সহায়তায় যদি ভালো কিছু সৃষ্টি হয়, সেটা আমাদেরই।’
২০০৬ সালের দিকে সিডনিতে নির্মিত হয়েছিল মামুনুর রশীদ পরিচালিত ও চঞ্চল চৌধুরী-মাহফুজ আহমেদ অভিনীত ৩২ পর্বের ধারাবাহিক নাটক ‘দক্ষিণায়ন’। এরপর সিডনিসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে বহু বাংলাদেশি নাটক ও সিনেমার দৃশ্যায়ন হয়েছে।