তিন বছর আগে মৌসুমী হামিদ প্রথম আলোকে জানিয়েছিলেন, বছরের যেকোনো সময় বিয়ের পিঁড়িতে বসবেন। পরিবার থেকেও বিয়ের জন্য চাপ ছিল। কিন্তু সমস্যা তৈরি করে তাঁর উচ্চতা। ছেলে দেখে পছন্দ হলেও তাঁর সমান উচ্চতার ছেলে মিলছিল না। মৌসুমী হামিদ তখন বলেছিলেন, ‘লম্বা ছেলে তো খুঁজেই পাওয়া যায় না।’
অবশেষে বিয়ে করছেন এই অভিনেত্রী। গতকাল বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন করেছেন। এই গায়েহলুদ অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। কাল শুক্রবার তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন মৌসুমী হামিদই।
নিজের সমান উচ্চতার পাত্র খুঁজে না পেয়ে বিয়ে করতে দেরি হচ্ছে—বলেছিলেন মৌসুমী হামিদ। বলেছিলেন, ‘আমার উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছি। মিলছে না। আমার উচ্চতার সমান ছেলে পেলে যেকোনো মুহূর্তে বিয়ে করে ফেলব।’
তবে কি তিনি নিজের সমান উচ্চতার পাত্র খুঁজে পেলেন? এ প্রসঙ্গে জানতে চাইলে মৌসুমী হামিদ বলেন, ‘উচ্চতায় রানা আমার চেয়ে আধা ইঞ্চি কম। এটা আমার কাছে মোটেও ম্যাটার করেনি। রানার ফিজিক্যাল হাইটের চেয়ে মেন্টাল হাইট অনেক বেশি। তাই শারীরিক হাইটের দিকে একেবারে নজর দিইনি। তাঁর মনমানসিকতা আমাকে তাঁর প্রতি ভালোবাসা ও মায়ার বন্ধনে জড়িয়েছে। নির্ভরতার একজন মনে হয়েছে। মনে হয়েছে, এমন একজনকে নিয়ে জীবনের সুন্দর আগামীর পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখা যায়।’
মৌসুমী হামিদের হবু বর আবু সাইয়িদ রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত। আবু সাইয়িদ রানার লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এর মধ্যে ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ উল্লেখযোগ্য।
লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। এরপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। তাঁর ক্যারিয়ারের বয়স এক যুগেরও বেশি। এ ছাড়া মৌসুমী হামিদ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’।