সঠিক সময় ঠিকই আমাকে খুঁজে নেয়...

তারকাদের সঙ্গে এখন ভক্তদের যোগাযোগ নিয়মিত। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম ফেসবুক। তারকারা তাঁদের নানামুখী কর্মকাণ্ড ফেসবুকের মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করেন। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের সেসব ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
গত শুক্রবার মুক্তি পেয়েছে হৃদি হক পরিচালিত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। সিনেমাটি দেখে অভিনেতা শহীদুল আলম সাচ্চু লিখেছেন, ‘সিনেমাটি দেখে বের হলাম। সঙ্গে অভিনেতা জহুরের সঙ্গে দর্শক হিসেবে আমি ও ভাবি (আইয়ুব বাচ্চুর স্ত্রী)।’
ছবি: ফেসবুক
যুক্তরাষ্ট্র থেকে গত মাসে দেশে ফিরেছেন মেহজাবীন চৌধুরী। বাহামায় অবস্থান করা একটি ফেসবুকে ভাগাভাগি করে লিখেছেন, ‘আগে হোক পরে হোক সব সময়ই আমি ফোনে উত্তর পাই। যে কারণে তাড়াহুড়ায় বিশ্বাস করি না, সঠিক সময় ঠিকই আমাকে খুঁজে নেয়।’
বিদ্যা সিনহা মিম ওয়াহিদ তারেকের পরিচালনায় ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। তাঁকে দেখা যাবে পান্না কায়সার চরিত্রে। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বল কীভাবে বোঝাই ভালোবাসি।’
চিরকুটের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমী লিখেছেন, ‘সোজা না দেখা গেলে মাথা কাইত কইরা দেখাই ভালো।’ কেন কাকে উদ্দেশ করে লিখেছেন, সেটা অবশ্য লেখেননি।