গতকাল রোববার রাতে অনুষ্ঠিত হলো জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৭’-এর গ্র্যান্ড ফিনালে। এদিন সালমান খান এবারের বিজয়ীর নাম ঘোষণা করেন। ‘বিগ বস ১৭’-এর ট্রফি উঠেছে স্ট্যান্ড-আপ কমেডিয়ান, র্যাপার ও গায়ক মুনাওয়ার ফারুকীর হাতে। ‘বিগ বস’-এর খেতাব জয়ের পর প্রতিক্রিয়া জানান জনপ্রিয় এই কৌতুকশিল্পী।
কার হাতে ‘বিগ বস ১৭’-এর কাপ উঠবে, তা নিয়ে ছিল টান টান উত্তেজনা। অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে, মুনাওয়ার না অভিষেক কুমার—কে এবার জয়ী হবেন, সবার মনেই এই প্রশ্ন ঘুরপাক খেয়েছে। সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে মুনাওয়ার ফারুকীর নাম ঘোষণা করেন সালমান।
মুম্বাইয়ের ডংরির বাসিন্দা এই কৌতুকশিল্পী। মুনাওয়ার ‘বিগ বস’-এর খেতাব জয়ের পর গতকাল ডংরিতে রীতিমতো উৎসব হয়েছে।
এই রিয়েলিটি শোয়ে ৩১ বছর বয়সী কৌতুকশিল্পী ও গায়ক বলেন, ‘আপনি যখন সম্মানের সঙ্গে শেষ করেন, তখন পুরো সফরটাই গুরুত্বপূর্ণ মনে হয়। এই জয় আমার জন্য অত্যন্ত জরুরি ছিল।’
মুনাওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘সালমান খানের সঙ্গে আমি। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। শেষ পর্যন্ত ট্রফি ডংরিতে এল।’
এবার ‘বিগ বস’-এর থিম ছিল ‘দিল, দিমাগ অউর দম’। সেরা তিনের লড়াইয়ে অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে মুনাওয়ারের জোর প্রতিদ্বন্দ্বী ছিলেন। কিন্তু সেরা তিনের মধ্যে আসতে পারেননি তিনি। প্রতিযোগিতায় চতুর্থ স্থান দখল করেন অঙ্কিতা। তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে অঙ্কিতাকে অত্যন্ত বিধ্বস্ত ও মর্মাহত দেখাচ্ছে।
‘বিগ বস’–এ দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন অভিষেক কুমার ও মন্নারা চোপড়া।
‘বিগ বস’ জয়ের পর মুনাওয়ারের হাতে তুলে দেওয়া হয়েছে ৫০ লাখ রুপির চেক, ট্রফি ও গাড়ি।