চার লুকে তিশা, ভক্তরা বলছেন রাগান্বিত লাগবে

দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে এখন খুব একটা পর্দায় দেখা যায় না। কারণ, বাছবিচার করেই কাজে নাম লেখাচ্ছেন। সম্প্রতি প্রশংসা পেয়েছেন ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায়। কাজের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সরব না হলেও প্রায়ই দেখা যায় ছবি পোস্ট করতে। এবার চার রকম অভিব্যক্তির ছবি পোস্ট করেছেন তিশা। একনজরে ছবিগুলো দেখে নিতে পারেন।
চরিত্রের প্রয়োজনেই নানা রকম অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায় এই অভিনেত্রীকে। এবার কৌতূহলী লুকে ফ্রেমবন্দী হলেন তিনি।
ছবি: ফেসবুক
জনপ্রিয় এই অভিনেত্রীকে আরেকটি ছবিতে দেখা গেল ভেংচি দিতে। নাটকে তাঁকে এভাবে বহুবার দেখা গেছে। এবার দৃশ্যটি নাটকের নয়।
তৃতীয় ছবিতে রোমান্টিক দৃষ্টি তিশার। বেশির ভাগ ভক্তই ছবিটির নিচে লিখেছেন, ‘এই হাসির জন্যই এতটা ভালোবাসি।’
ছবিতে হেসে যেন গড়িয়ে পড়ছেন তিশা। কিসের জন্য এত হাসি, সেটা হয়তো এই অভিনেত্রীই জানেন। ছবিটির নিচে ভক্তদের মন্তব্য, ‘অনেক সুন্দর লাগছে। এবার রাগান্বিত একটি ছবি দেন।’