মা-বাবার সঙ্গে অপি করিম। ফেসবুক থেকে
মা-বাবার সঙ্গে অপি করিম। ফেসবুক থেকে

তর্ক তো দূর—কথা বলার মানুষ কই...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা রকম ব্যস্ততার কথা। কখনো কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
স্বাধীনতার পর বাংলা চলচ্চিত্রে যে কয়েকজন আলো ছড়িয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম মাসুদ পারভেজ সোহেল রানা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ছিল এই অভিনয়শিল্পীর ৭৮তম জন্মদিন। ২০২৪ সালে এই প্রযোজক, পরিচালক ও অভিনেতার ক্যারিয়ারের পাঁচ দশক পূর্ণ হয়েছে। বরেণ্য এই অভিনয়শিল্পী এখন অভিনয় থেকে অনেকটাই দূরে। তবে ফেসবুকে বিভিন্ন বিষয়ে বেশ সরব থাকেন। আজ তিনি অভিমান প্রসঙ্গে লিখেছেন, ‘অভিমান করে সরে গেলে সেটা খুব তাড়াতাড়ি ভেঙে ফেলতে হয়। নইলে দূরত্বটা যখন বেড়ে যায়, তখন আর পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় না।’ ছবি: খালেদ সরকার
স্বাধীনতার পর বাংলা চলচ্চিত্রে যে কয়েকজন আলো ছড়িয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম মাসুদ পারভেজ সোহেল রানা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ছিল এই অভিনয়শিল্পীর ৭৮তম জন্মদিন। ২০২৪ সালে এই প্রযোজক, পরিচালক ও অভিনেতার ক্যারিয়ারের পাঁচ দশক পূর্ণ হয়েছে। বরেণ্য এই অভিনয়শিল্পী এখন অভিনয় থেকে অনেকটাই দূরে। তবে ফেসবুকে বিভিন্ন বিষয়ে বেশ সরব থাকেন। আজ তিনি অভিমান প্রসঙ্গে লিখেছেন, ‘অভিমান করে সরে গেলে সেটা খুব তাড়াতাড়ি ভেঙে ফেলতে হয়। নইলে দূরত্বটা যখন বেড়ে যায়, তখন আর পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় না।’ ছবি: খালেদ সরকার
টেলিভিশন নাটকের নন্দিত অভিনয়শিল্পী অপি করিম। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। এখন অভিনয় কমিয়ে স্থাপত্য পেশায় নিজেকে বেশি মনোযোগী করেছেন। টেলিভিশন নাটকের জনপ্রিয় এই অভিনয়শিল্পীর বাবা কবি ও লেখক সৈয়দ আবদুল করিম ২০২১ সালে মারা যান। বাবার কথা মনে করে অভিনয়শিল্পী মেয়ে অপি করিম প্রায়ই ফেসবুকে নানান কথা লিখে থাকেন। আজ শনিবার সকালে মা-বাবার সঙ্গে একটি স্থিরচিত্র শেয়ার করে প্রয়াত বাবার উদ্দেশে লিখেছেন লিখেছেন, ‘তর্ক তো দূর—কথা বলার মানুষ কই! অনেক আড্ডা হবে আব্বা!’ ফেসবুক থেকে
 টেলিভিশন নাটকের নন্দিত অভিনয়শিল্পী অপি করিম। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। এখন অভিনয় কমিয়ে স্থাপত্য পেশায় নিজেকে বেশি মনোযোগী করেছেন। টেলিভিশন নাটকের জনপ্রিয় এই অভিনয়শিল্পীর বাবা কবি ও লেখক সৈয়দ আবদুল করিম ২০২১ সালে মারা যান। বাবার কথা মনে করে অভিনয়শিল্পী মেয়ে অপি করিম প্রায়ই ফেসবুকে নানান কথা লিখে থাকেন। আজ শনিবার সকালে মা-বাবার সঙ্গে একটি স্থিরচিত্র শেয়ার করে প্রয়াত বাবার উদ্দেশে লিখেছেন লিখেছেন, ‘তর্ক তো দূর—কথা বলার মানুষ কই! অনেক আড্ডা হবে আব্বা!’ ফেসবুক থেকে
মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রের সফল পরিচালকদের একজন মালেক আফসারী। সর্বশেষ তিনি শাকিব খানকে নিয়ে ‘পাসওয়ার্ড’ ছবিটি বানিয়ে আলোচনায় ছিলেন। চলচ্চিত্র নির্মাণ থেকে আপাতত দূরে আছেন। তবে যেকোনো মুহূর্তে নতুন ছবি নির্মাণে আসবেন, এমনটাও জানিয়েছেন তিনি। ছবি নির্মাণে নিয়মিত না হলেও আফসারী এখন ইউটিউবে বিভিন্ন বিষয়ে কথা বলেন। ফেসবুকেও বেশ সরব তিনি। আজ শনিবার সকালে তিনি লিখেছেন, ‘খেয়াল রাখবেন, জীবনে যেন একই সাপ দুবার না কামড়ায়।’ ফেসবুক থেকে
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর ওয়াই এ কে প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ নিহত হন। আসিম জাওয়াদের নিহত হওয়ার ঘটনায় চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমীর হৃদয় স্পর্শ করেছে। তিনি ফেসবুকে আসিমের একটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘কাজ, দায়িত্ব ভালোবেসে জীবন দেওয়ার ঘটনা বিরল। এমন মৃত্যু আমাদের কারওই কাম্য নয়। তবু এয়ারফোর্সের এই সাহসী, চৌকস, তরুণ অফিসার তা-ই করলেন। বিনম্র শ্রদ্ধা বাংলাদের এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ! আল্লাহ আপনাকে ওপারে পাখির মতোই রাখুন। আকাশ আপনার ঘর ছিল। মহাকাল জানল, আপনার হৃদয় হাজার আকাশকে অতিক্রম করতে পারে, ধারণ করতে পারে। দোয়া করি লাখ-কোটি মানুষের অনুপ্রেরণায়, আপনি বেঁচে থাকবেন শতসহস্র বছর।’ ফেসবুক থেকে