রবীন্দ্রজয়ন্তীর আয়োজন

আজ ২৫ বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটক, গান ও আবৃত্তি অনুষ্ঠান। ছায়ানট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও থাকছে নানা আয়োজন।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিটিভে রয়েছে নানা আয়োজন
ছবি : সংগৃহীত

বিটিভি
বিকেল চারটার আবৃত্তি অনুষ্ঠান ‘জন্মকথা’য় রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করবেন বেলায়েত হোসেন, রেজীনা ওয়ালী লীনা, লায়লা আফরোজ, ইকবাল খোরশেদ, ফারহানা তৃণা, দেওয়ান সাইদুল হাসান, শওকত আলী ও লায়লা তারান্নুম কাকলী। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে ধারাবাহিক ‘শেষের কবিতা’। রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘অপরিচিতা’। ১০টা ২০ মিনিটে তাসনুভা মোহনার উপস্থাপনায় রবীন্দ্রসংগীতের অনুষ্ঠানে গাইবেন বুলবুল ইসলাম, আজিজুর রহমান, দেবলীনা সুর, তানজিনা তমা ও অনন্যা লাবণী।

চ্যানেল আই
বেলা ১১টা ৫ মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। দুপুর ১২টা ৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথের গান ও কবিতা এবং ‘তারকাকথন’-এর বিশেষ পর্ব। বেলা ১টা ৩০ মিনিটে অরুণ চৌধুরীর উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘চলচ্চিত্রে রবীন্দ্রনাথ’। বেলা ৩টা ৫ মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সিনেমা ‘তুমি রবে নীরবে’।

চ্যানেল আইতে রাত ১১টা ৩০ মিনিটে দেখানো হবে নেপালে চিত্রায়িত রেজওয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘মধুর খেলা’

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব। উপস্থাপনা ও পরিচালনায় কেকা ফেরদৌসী। রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ গল্পের ছায়া অবলম্বনে বিশেষ নাটক ডিটেকটিভ। পরিচালনা করেছেন আকা রেজা গালিব। মুকিত মজুমদার বাবুর উপস্থাপনা, পরিকল্পনা ও পরিচালনায় রাত ১০টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘তুমি রবে নীরবে’। রাত ১১টা ৩০ মিনিটে দেখানো হবে নেপালে চিত্রায়িত রেজওয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘মধুর খেলা’। পরিচালনায় সোহেল রানা।

বাংলাভিশন
বিকেল ৫টা ২৫ মিনিটে দেখানো হবে বিশেষ আয়োজন ‘রাঙিয়ে দিয়ে যাও’। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন অণিমা রায়। মাহিদুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি হয়ে ওঠা, কবিতা ও গল্প রচনার প্রেক্ষাপট, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গবেষণাসহ নানা জানা-অজানা প্রসঙ্গে আলোচনা করা হবে।

ছায়ানট
৮ ও ৯ মে রবীন্দ্র উৎসব। দুই দিনই সন্ধ্যা সাতটায় শুরু হবে অনুষ্ঠান। পরিবেশিত হবে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ, আবৃত্তি। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়া আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবে। ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠান চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। ছায়ানটের ফেসবুক পেজ থেকেও অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি
শিল্পকলার মূল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় শুরু হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হবে আবৃত্তি অনুষ্ঠান ‘শ্রুতিঘর’।