ঢাকার একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বাংলাভিশনের নতুন ধারাবাহিক নাটক ‘কমন প্রবলেম’। নির্বাচনকে কেন্দ্র করে অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের মধ্যে ঘটে যাওয়া মজার ঘটনা নিয়ে এগিয়েছে নাটকটির গল্প। আগামী রোববার থেকে নতুন এ ধারাবাহিকের প্রচার শুরু হচ্ছে। আহসান আলমগীরের লেখা নাটকটি পরিচালনা করেছেন তপু খান।
পরিচালক তপু খান গত বছর শাকিব খান-বুবলী অভিনীত ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমাটি বানিয়ে নতুন করে আলোচনায় আসেন। চলচ্চিত্র থেকে হঠাৎ টিভি ধারাবাহিক বানানোর কারণ জানতে চাইলে তপু খান বলেন, ‘সিনেমা বানানোরই পরিকল্পনা করছিলাম। কিন্তু প্রযোজক আরও কয়েক মাস পরে কাজটা শুরু করতে চান। ভাবলাম বসে না থেকে এই ফাঁকে নাটক বানাই। তা ছাড়া এখানে যে বড় পরিসরের গল্প, তা সিনেমায় সম্ভব নয়।’
নাটকের গল্পটা ঢাকার একটি অ্যাপার্টমেন্টকে কেন্দ্র করে। যেখানে নানা মানসিকতার মানুষ বসবাস করে। কেউ ফ্ল্যাট কিনে বসবাস করে, আবার কেউ ভাড়া থাকে। এই অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের সেবার জন্য রয়েছে একটি কমিটি। আর সেই কমিটির নির্বাচন সামনে রেখে প্রার্থীরা তাদের প্রচারণা নিয়ে ব্যস্ত।
এ নিয়ে সাবেক চিত্রনায়িকা চম্পাকলি ও ব্যবসায়ী জুলমত আলীর মধ্যে সভাপতি পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। এদিকে সদ্য বিদায়ী সভাপতি জুলমত নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করে বদরুল চৌধুরীকে। কিন্তু জুলমতের আগে দুই বছরের সাবেক সভাপতি চম্পাকলি কিছুতেই বদরুলকে নির্বাচন কমিশনার হিসেবে মানতে রাজি নয়। চম্পাকলির দাবি, বদরুলকে নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ করে একজন গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন কমিশনার নিয়োগ দিতে হবে, তা না হলে সে নির্বাচন বর্জন ও প্রতিহত করবে।
অন্যদিকে তরুণ নেতা রাহুল উভয় পক্ষকে সংলাপে বসে মীমাংসার চেষ্টা করে। কিন্তু কেউই রাজি নয়। তারা দুই প্রার্থী নিজ সিদ্ধান্তে অনড়। দুই প্রার্থী তাদের দল ভারী করার জন্য টাকা খরচ করতে থাকে। কিছু সুযোগসন্ধানী লোক উসকানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চেষ্টা চালিয়ে যায়। দুই প্রার্থীকেই তাদের সিদ্ধান্তে অনড় থাকতে পরামর্শ দেয়। অবশেষে যেদিন ফাইনাল নমিনেশন পেপার বাছাই হয়, সেদিন দেখা যায়, চম্পাকলি নমিনেশন পেপার জমা দেয়নি। তখনই সামনে আসে আসল ঘটনা। জুলমতের সঙ্গে আরেকটি নমিনেশন পেপার জমা পড়েছে। তার নাম মোশারফ সাহেব। কমিটির এই নির্বাচনকে কেন্দ্র করে অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের মধ্যে ঘটা নানান কমেডি নিয়ে এগিয়েছে ধারাবাহিকটির গল্প।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সাইদুর রহমান পাভেল, শাহনাজ খুশী, মুকিত জাকারিয়া, নাইমা আলম মাহা, শ্রেয়সী শ্রেয়া, স্বর্ণলতা, শিবলী নোমান, সিয়াম মৃধা, সাদিয়া রুবায়েত, আফরিন, আরফান মৃধা শিবলু প্রমুখ।