ঈদের সপ্তম দিন টিভিতে আজ যা যা দেখতে পারেন-পর্ব ২

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ শনিবার ঈদের সপ্তম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে, তা নিয়ে এই আয়োজন।

আরটিভি

সকাল ১০টা ১০ মিনিটে সিনেমা আই লাভ ইউ। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা। বেলা ২টা ১০ মিনিটে ওয়ার্ল্ড প্রিমিয়ার সিনেমা পেইন্টার। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, ইরফান সাজ্জাদ। সন্ধ্যা সাতটায় নাটক সোজা আঙ্গুলে ঘি উঠবে না। অভিনয়ে জাহিদ হাসান, অহনা। রাত আটটায় নাটক প্রেমিকার দাবি। অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি। ৯টা ৩০ মিনিটে নাটক প্রেমবাজ। অভিনয়ে জাহের আলভী, প্রভা। রাত ১১টায় নাটক হাউজ ক্লিনার। অভিনয়ে মারজুক রাসেল, চাষি আলম।

নাগরিক

সকাল আটটায় সিনেমা অন্তরে অন্তরে। অভিনয়ে সালমান শাহ, মৌসুমী। সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা আম্মাজান। অভিনয়ে মান্না, মৌসুমী। বেলা ১টা ৫ মিনিটে সিনেমা মা আমার স্বর্গ। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা। বিকেল ৪টা ১৫ মিনিটে সিনেমা নায়ক। অভিনয়ে বাপ্পী, অধরা। রাত ৮টা ৫ মিনিটে নাটক ব্রেকআপ গেম। অভিনয়ে প্রত্যয় হীরন, মাহিমা। রাত ১১টা ৫ মিনিটে নাটক বিবাহ একটা সাংঘাতিক ব্যাপার-২। অভিনয়ে আ খ ম হাসান, মাহা।

মাছরাঙা টেলিভিশন বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা বলবো কথা বাসর ঘরে। অভিনয়ে শাকিব খান, শাবনূর। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক জামাই আমার হেভি পাওয়ারফুল। অভিনয়ে যাহের আলভী, মীম চৌধুরী। রাত ৮টায় নাটক অন্তদহন। অভিনয়ে খাইরুল বাসার, সাদিয়া আফরিন মাহি। রাত ১০টা ২০ মিনিটে নাটক জোছনায় হাত বাড়িয়ে। অভিনয়ে আরশ খান, নিশাত প্রিয়ম। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম সোনার মানুষ। অভিনয়ে মীর সাব্বির, মৌসুমী হামিদ। দীপ্ত টিভি সকাল ৯টায় সিনেমা অবতার। অভিনয়ে মাহিয়া মাহি, জে এইচ রুশো। বেলা ১টায় সিনেমা রাত জাগা ফুল। অভিনয়ে মীর সাব্বির, ঐশী। রাত ৮টায় নাটক সংসার কারাগার। অভিনয়ে আ খ ম হাসান, মিহি। রাত ১০টায় নাটক পুনশ্চ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা। রাত ১১টায় নাটক ফিল্মি বয় সিনে গার্ল।

বাংলাভিশনে

সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা প্রেম মানে না বাধা। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম টাকার খেলা। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে নাটক প্রেমের প্যারা। অভিনয়ে মিশু সাব্বির, প্রিয়ম। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক পিএস। অভিনয়ে শামীম হাসান সরকার, মাহি। রাত ৯টা ২৫ মিনিটে নাটক শহর অনেক গল্প জানে/ প্রিয় মায়া। অভিনয়ে জোভান, সাফা। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক মি. অ্যান্ড মিসেস প্রসেসিভ। অভিনয়ে তৌসিফ, ফারিণ।