‘৮৪০’ সিনেমা নিয়ে বলছেন নাসির উদ্দিন খান, পাশে নুসরাত ইমরোজ তিশা। আজ বুধবার, চ্যানেল আই ভবনে।
‘৮৪০’ সিনেমা নিয়ে বলছেন নাসির উদ্দিন খান, পাশে নুসরাত ইমরোজ তিশা। আজ বুধবার, চ্যানেল আই ভবনে।

প্রেক্ষাগৃহের পাশাপাশি ঘরে বসেও দেখা যাবে ফারুকী-তিশার ‘৮৪০’

দুই দিন আগে অভিনয়শিল্পী নসুরাত ইমরোজ তিশার আমন্ত্রণ জানানোর ভাষা ছিল এমন, ‘চলেন, নতুন বছরের প্রথম দিন বিকেল একসঙ্গে কাটুক।’ তিশা জানালেন, আয়োজনে সমমনা মানুষদের পাশাপাশি ও তাঁর প্রযোজিত ‘৮৪০’–এর অভিনয়শিল্পী এবং কলাকুশলীরাও থাকবেন। উপলক্ষ যে ‘৮৪০’ নিয়ে নতুন খবর জানানো। ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আইয়ের ছাদবারান্দায় নির্ধারিত সময়ের আগে পৌঁছে দেখা গেল, আমন্ত্রিত সাংবাদিক ও অতিথি বরণের কাজ নিয়ে ব্যস্ত তিশা। ছাদের এক কোণে দাঁড়িয়ে গল্পে মেতেছিলেন ছবির তিন অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, আশুতোষ সুজন ও মিলন শেখ। কেউ বলছেন আগের রাতে নতুন বছরের উদ্‌যাপনের গল্প। এর মধ্যে এসে হাজির হন জাকিয়া বারী মম। একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভোলেননি। কেউ আবার বলছিলেন, বছরের প্রথম দিনে এভাবে হলেও তো দেখা হলো। কফি হাতে ছাদে গল্পে মেতে ওঠে একাধিক দল।

‘৮৪০’ সিনেমা নিয়ে সংবাদ সম্মেলনে (বাম থেকে) প্রযোজক নুসরাত ইমরোজ তিশা, দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা তাসনুভা আহমেদ।, ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক রহমান

গত বছরের ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘৮৪০’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবিটির প্রযোজক অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। বছর শেষে মুক্তি পাওয়া ছবিটি ছিল আলোচনায়। এদিকে নতুন বছরের প্রথম দিনে সবাইকে ডেকে প্রযোজক তিশা দিলেন নতুন খবর। জানালেন, প্রেক্ষাগৃহে যাঁরা ছবিটি দেখার সুযোগ পাননি, এবারও তাঁদের জন্য সুযোগ তৈরি হয়েছে। ৩ জানুয়ারি, শুক্রবার থেকে এটি টেলিভিশন চ্যানেলেও দেখা যাবে। তা–ও আবার এক চ্যানেল নয়, তিনটি চ্যানেলে একসঙ্গে উপভোগ করা যাবে। তিনটি ভিন্ন ভিন্ন সময়ে ‘৮৪০’ তিন চ্যানেলে প্রচারের খবরটি জানাতে বুধবার বিকেলে ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আইয়ের ছাদবারান্দায় ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে ছবির প্রযোজক তিশা ও ছবির অভিনয়শিল্পীরা ছাড়াও তিন চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে ভিডিও কলে যুক্ত হন ‘৮৪০’–এর নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

‘৮৪০’ এর প্রযোজক নুসরাত ইমরোজ তিশার সঙ্গে অভিনয়শিল্পী (বাম থেকে) মিলন শেখ, নাসির উদ্দিন খান ও আশুতোষ সুজন

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ জানুয়ারি রাত ৮টায় আরটিভিতে, রাত ৮টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে এবং রাত ১০টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে ছবিটি সিরিজ আকারে দেখতে পাবেন। যাঁরা টেলিভিশনে ‘৮৪০’ দেখবেন, তাঁরা প্রেক্ষাগৃহে যা দেখেছেন, তার চেয়ে বাড়তি কিছু দেখার সুযোগ পাবেন।

প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘এমন সিনেমা একসঙ্গে তিনটি চ্যানেলে প্রচারিত হবে, এই স্বপ্ন দেখেছিলাম। নতুন বছরের শুরুতে সেই স্বপ্ন বাস্তবে ধরা দিয়েছে। এই স্বপ্ন যাঁরা সত্যি করেছেন, তাঁদের ধন্যবাদ। এভাবে সাহসিকতা দেখিয়ে একযোগে কাজ করলে আমাদের মিডিয়া এগিয়ে যাবে।’

টেলিভিনের পাশাপাশি প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হবে ‘৮৪০’। তিশা বলেন, ‘এটা রাজনৈতিক স্যাটায়ার। ব্যবসার চেয়েও সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে এই কাজের সঙ্গে আমরা সবাই একত্র হয়েছি। সমাজের যে অবস্থা আমরা পার করেছি, সেটার যেন পুনরাবৃত্তি না হয়, এ জন্য আমরা টেলিভিশনেও প্রচারের উদ্যোগ নিয়েছি, যেন এটি আরও বেশি মানুষ দেখার সুযোগ পান।’

সংবাদ সম্মেলনে ‘৮৪০’–এর প্রযোজক এবং অভিনয়শিল্পীরাও ছাড়া সংশ্লিষ্ট চ্যানেল ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক রহমান, দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা তাসনুভা আহমেদ।

‘৮৪০’ সিনেমা নিয়ে বলছেন নুসরাত ইমরোজ তিশা। আজ বুধবার, চ্যানেল আই ভবনে।

এদিকে সিরিজটি প্রসঙ্গে ভিডিও কলে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমার খুব ভালো লাগছে যে ছবিটা আরেকটা মিডিয়ামের দর্শকের কাছে যাচ্ছে। সেটা হচ্ছে টেলিভিশন মিডিয়াম। আমার উত্থান টেলিভিশনেই এবং টেলিভিশনেই “৪২০” একসময় খুব জনপ্রিয় হয়েছিল। তিনটা টিভিতে যাবে পরপর ৮ দিন, ৮ পর্ব হিসেবে যাবে। পরপর আট দিন একটা সিরিজ প্রচারিত হওয়াও একটা নতুন ঘটনা হবে। আমি বিশ্বাস করি, দর্শকদের জন্য উৎসবের মতো হবে। সিনেমা হলে ছবিটা থাকবে। আর টেলিভিশনে সিরিজ ভার্সন যাচ্ছে—যেটার কাট একটু ভিন্ন রকম। পর্বগুলোতে গল্পের বিস্তার আরেকটু বেশি। আমি মনে করি যে আমরা একটা নতুন সময়ে বাস করছি। এখন দর্শকদের কাছে পৌঁছানোর আরও নানা মিডিয়াম আছে। আমাদেরকে সব মিডিয়ামের দিকেই তাকাতে হবে।’

‘৮৪০’ কনটেন্টটির সহপ্রযোজক ফরিদুর রেজা সাগরের। চিত্রগ্রহণে শেখ রাজীবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরীন, সাউন্ড ডিজাইনার রিপন নাথ এবং সম্পাদনায় তাহসিন মাহিম ছিলেন।

‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’–এর একটি দৃশ্যে