ট্রেন্ডিংয়ে শীর্ষ ৪৫-এ মাত্র ৩ নাটক

ইউটিউব ট্রেন্ডিংয়ে বেশির ভাগ সময়ই শীর্ষে থাকত নাটকগুলো। দেশের পটপরিবর্তনের সঙ্গে এখন সেই জায়গা দখল করে নিয়েছে রাজনৈতিক ভিডিওগুলো। সেখানে কোণঠাসা হয়ে পড়েছে নাটক। কমেছে ভিউ। ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকা শীর্ষ ৪৫টি ভিডিওর মধ্যে হাতে গোনা ৩টি নাটক জায়গা পেয়েছে। নাটকগুলো একনজরে ছবিতে দেখে নিতে পারেন।
মোশাররফ করিম অভিনীত ‘আমার সুন্দরী বউরা’ নাটকটি মাত্র তিন দিনেই ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে এসেছে। সব মিলিয়ে এটি চতুর্থ নম্বরে রয়েছে। শুধু নাটকের মধ্যে শীর্ষে। এটি দেখেছেন ১৭ লাখ দর্শক।
ছবি: ফেসবুক
এক সপ্তাহ আগে মুক্তি পাওয়া নিলয় আলমগীর ও হিমি জুটির নাটক ‘কোথাকার পানি কোথায় গড়ায়’ শীর্ষ ৪৫-র ৭ নম্বর ট্রেন্ডিংয়ে রয়েছে। নাটকটি দেখেছেন ৪১ লাখ দর্শক।
এরপরই ৯ নম্বরে রয়েছে ‘আদরের দুলালী’ নামে আরেকটি নাটক। এটি ৮ দিনে দেখেছেন ৩৯ লাখ দর্শক। এতে অভিনয় করেছেন রাফসান ইমতিয়াজ, শায়লা সাথী প্রমুখ।