জীবন আপনার রিস্ক আমার’ নাটকের দৃশ্যে মোশাররফ করিম। আরটিভির সৌজন্যে
জীবন আপনার রিস্ক আমার’ নাটকের দৃশ্যে মোশাররফ করিম। আরটিভির সৌজন্যে

‘লেগুনা প্রেম’ থেকে ‘বউ একটা প্যারা’ এনটিভি, আরটিভি ও বাংলাভিশনে যা দেখতে পারেন

সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের প্রথম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এ আয়োজন।

এনটিভি
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘বকুলের লটারি’। অভিনয়ে সোহেল মণ্ডল, সামিরা মাহি। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘বিষ দাঁত’।

‘বিষ দাঁত’ নাটকে দৃশ্য। এনটিভি

অভিনয়ে চঞ্চল চৌধুরী, সারিকা সাবরিন। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘গুডবাই’।

অভিনয়ে জোভান, সাফা কবির। রাত ৯টা ১৫ মিনিটে একক নাটক ‘লেগুনা প্রেম’। অভিনয়ে শাওন, সাদিয়া আয়মান। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘গ্রামের ভাইরাল বউ’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।

আরটিভি
সন্ধ্যা ৭টায় ধারাবাহিক ‘মিস্টার যুক্তিবাদী’। অভিনয়ে জামিল হোসেন, মুন। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘জীবন আপনার রিস্ক আমার’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক ‘কুরবানি পরিবহন’।

জীবন আপনার রিস্ক আমার’ নাটকের দৃশ্যে মোশাররফ করিম। আরটিভির সৌজন্যে

অভিনয়ে শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘প্রিয় শ্বশুর আব্বা’। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১১টায় একক নাটক ‘ত্রিভুজ’। অভিনয়ে অপূর্ব, মাহি।

বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘অসম্ভব খারাপ’। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম। বিকেল ৫টা ২০ মিনিটে ‘যেখানে প্রেম নেই’। অভিনয়ে তৌসিফ, তটিনী। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘হা-ডু-ডু’। অভিনয়ে চাষী আলম, মারজুক রাসেল। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘বিএমডাব্লিউ এর ড্রাইভার’। অভিনয়ে নিলয়, হিমি। রাত

৮টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘মান্না তো ভালোই ছিল’। অভিনয়ে চাষী আলম, পাভেল। রাত ৯টা ২৫ মিনিটে একক নাটক ‘বউ একটা প্যারা’।

‘মান্না তো ভালোই ছিল’ নাটকের দৃশ্য। বাংলাভিশনের সৌজন্যে

অভিনয়ে মোশাররফ করিম, মীম চৌধুরী। রাত ১০টা ৪০ মিনিটে একক নাটক ‘শীতল’। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১১টা ৩৫ মিনিটে একক নাটক ‘মনের আকাশে তুমি’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল।