সাফা কবির
সাফা কবির

না জেনে আমার ব্যাপারে ভুল তথ্য ছড়াবেন না: সাফা কবির

এক নারীর মরদেহ উদ্ধারের খবরে অনেক সংবাদমাধ্যমে তাঁর নাম আসায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তিনি সুস্থ আছেন।

গত বৃহস্পতিবার রাতে লেখক, সাংস্কৃতিক সংগঠক শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে শাহরিয়ার কবিরের মেয়ে হিসেবে সাফা কবিরের নাম নেওয়া হয়। পরে তা সংশোধন করা হলেও সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফেসবুক পোস্টে সাফা কবির লিখেছেন, ‘একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে আতঙ্ক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’

সাফা কবির

সাফা লিখেছেন, ‘আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।’ ‘না জেনে আমার ব্যাপারে ভুল তথ্য ছড়াবেন না’ শিরোনামে লাইভে তিনি তাঁর বক্তব্য তুলে ধরেন। সাফা বলেন, তাঁর পরিবার এবং ভক্তরা আতঙ্কে আছেন।

সাফা কবির

এর আগে এক ধর্মীয় বক্তা শাহরিয়ার কবিরের মেয়ে হিসেবে সাফা কবিরের নাম প্রচার করেন, সেই ভুল তথ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আসলে শাহরিয়ার কবিরের সঙ্গে সাফা কবিরের কোনো পারিবারিক সম্পর্ক নেই।
২০১৩ সালে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করে শোবিজে পা রাখেন সাফা কবির, এরপর বেশ কয়েকটি টিভি নাটক ও ওয়েব সিরিজে দেখা গেছে তাঁকে।