ঈদে কোন নাটকগুলো এগিয়ে

ঈদের নাটকে সব সময় আলাদা একটা বৈচিত্র্য থাকে। দর্শক টানতে ঈদের নাটক নিয়ে নানা পরিকল্পনা করে টেলিভিশন ও ইউটিউব চ্যানেলগুলো। গল্প, অভিনয়শিল্পী কিংবা নির্মাণে থাকে চমক। প্রচারের পর থেকে সেসব ঈদ নাটক নিয়ে শুরু হয়েছে আলোচনা। ব্যস্ততার ফাঁকে ঈদে দর্শকেরা সবচেয়ে বেশি কোন নাটকগুলো দেখছেন? ইউটিউব ট্রেন্ডিংয়ে কোন নাটকগুলো এগিয়ে আছে? আগের প্রতিবেদনে আমরা পড়েছি শীর্ষ পাঁচটি নাটকের কথা। এবার দেখুন ৬ থেকে ১০–এর মধ্যে আছে কোন ৫টি নাটক।
ইউটিউব ট্রেন্ডিংয়ে ৭ নম্বরে রয়েছে একটি শর্ট ভিডিও। ৭ নম্বরে কোনো নাটক জায়গা করে নিতে পারেনি। সেই হিসেবে নাটকের মধ্যে পরবর্তী তালিকায় রয়েছে ‘কিউট প্রেমিক’। নাটকটি রোম্যান্টিক ও কমেডি ঘরানার। একসঙ্গে একাধিক প্রেমের ফল কী হয়, সেই ঘটনাগুলো জায়গা পেয়েছে গল্পে। নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল হিমি। গল্পটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ৮ নম্বর রয়েছে। ঈদ উপলক্ষে ঈদের আগেই নাটকটি ইউটিউবে মুক্তি পায়।
‘নেভার সিরিয়াস’ নাটকে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও কেয়া পায়েল। চাকরির সাক্ষাৎকার ঘিরেই নাটকটির গল্প। পরিচালক মাবরুর রশিদ বান্নার এই নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে ৯ নম্বরে রয়েছে।
রোম্যান্টিক ও পারিবারিক গল্প নিয়ে নাটক ‘পিতা মাতা সন্তান’ ইউটিউব ভিউয়ে এগিয়ে রয়েছে। নাটকটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ১০ নম্বরে রয়েছে।
‘মহানগর’ সিরিজ দিয়ে আলোচনায় রয়েছেন অভিনেতা মোশাররফ করিম। এর মধ্যে ঈদে এই অভিনেতার একাধিক নাটক মুক্তি পেয়েছে। তার মধ্যে দর্শক ভিউয়ে এগিয়ে রয়েছে ‘চৌধুরী’ নাটকটি। নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ১১ নম্বরে রয়েছে। নাটকটি পরিচালনা করেছেন মাইদুল রাকিব। নাটকের সহঅভিনেত্রী শখ।
ইউটিউব ট্রেন্ডিংয়ে ১২ নম্বরে রয়েছে রোম্যান্টিক নাটক ‘ঈর্ষা’। নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও কেয়া পায়েল। এটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। সংসারের টানাটানি নিয়েই এক দম্পতির গল্প।