‘ইদানীং মানুষ আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে’
বিনোদন ডেস্কঢাকা
ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
অভিনয়শিল্পী দম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশিদের যমজ সন্তান তরুণ অভিনয়শিল্পী দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতির জন্মদিন গতকাল। দিনটিতে ছেলেদের সঙ্গে ছবি পোস্ট করে তাদের মা শাহনাজ খুশি লিখেছেন, ‘শুভ জন্মদিন মাম্মা বাচ্চারা।’
তরুণ অভিনয়শিল্পী ইমতু রাতিশ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ইদানীং মানুষ আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে। সহজ থেকে কঠিন হচ্ছে, আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে, কষ্ট পাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না; ব্যক্তিত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে, স্মার্ট হতে গিয়ে অশ্লীল হচ্ছে, স্ট্রেইট ফরওয়ার্ড সাজতে গিয়ে অভদ্র হচ্ছে, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবি করছে। কিন্তু সবাই কেনো জানি “মানুষ” হতে ভুলে যাচ্ছে!’
বিজ্ঞাপন
অভিনেত্রী প্রিয়াম অর্চি দেশের বাইরে পূজা উদ্যাপন করছেন। যুক্তরাজ্য থেকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘পাশের দিদিকে বলছিলাম, বিজয়াতে সবার সঙ্গে মিলিয়ে লাল–সাদা পরলাম না। বললেন, কী দরকার! বেশ তো লাগছে। তা ছাড়া আমরা ভিন্ন ভিন্ন থেকেও তো আনন্দ ভাগাভাগিতে এক হতে পারি।’
বিজ্ঞাপন
গ্রামোফোনের সেই যুগ এখন আর নেই। তবু সেই গ্রামোফোন নিয়ে মগ্ন গায়িকা বাঁধন সরকার পূজা। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘স্মৃতির অ্যালবাম হাতড়ে, পুনরাহ্বান করে নিচ্ছি পুরোনো চিঠিপত্র, গানের অ্যালবাম, আর প্রিয় গ্রামোফোন।’পড়েছে শীতের আমেজ। এর মধ্যেই সকালে ছবিটি পোস্ট করে অভিনেত্রী লারা লোটাস লিখেছেন, ‘আজকের আবহাওয়া আর সুন্দর স্নিগ্ধতায় ভরা শরতের কাশ বলে দিচ্ছে প্রিয় লোটাস অনেক ভালোবাসি তোমায়।’