মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২

মনোনয়নপ্রাপ্ত সেরা সাত: সেরা অভিনেত্রী

২০২২–এর জানুয়ারি থেকে জুন পর্বে মনোনয়নপ্রাপ্ত সেরা সাতের তালিকা প্রকাশ করা হলো—সেরা অভিনেত্রী (টিভি নাটক, ডিজিটাল মাধ্যম, সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র, টিভি সিরিজ, ওয়েব সিরিজ)

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২–এর জানুয়ারি-জুন পর্বের তারকা জরিপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পাঠক পত্রিকার কুপন ও অনলাইনে প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে প্রিয় তারকা ও তাঁর প্রিয় কাজকে ভোট দিয়েছেন। সাতটি বিভাগের প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সেরা সাত নির্ধারণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নাটক, চলচ্চিত্র ও গানের শিল্পীদের ওপর এই ভোট কাযক্রম চলেছে। পাশাপাশি এবার প্রথমবারের মতো যুক্ত হয়েছে ওয়েব কনটেন্ট। ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কাজের ওপর এই ভোট নেওয়া হয়েছে।

আগামী পর্বে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কাজের ভোট নেওয়া হবে ২০২৩–এর জানুয়ারি মাসে। দুই পর্ব থেকে মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিরা চূড়ান্ত মনোনয়নের জন্য লড়বেন।
২০২২–এর জানুয়ারি থেকে জুন পর্বে মনোনয়নপ্রাপ্ত সেরা সাতের তালিকা প্রকাশ করা হলো—
সেরা অভিনেত্রী (টিভি নাটক, ডিজিটাল মাধ্যম, সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র, টিভি সিরিজ, ওয়েব সিরিজ)
১.কেয়া পায়েল-ভুলো না আমায় l

২.জাকিয়া বারী মম-রিফিউজি l

৩.তানজিন তিশা-ওয়েডিং ক্রাশ
৪.তাসনিয়া ফারিণ-একটা নির্জন দুপুর চাই
৫.মেহজাবীন চৌধুরী-ঘুণ l

৬.সাফা কবির-ফাগুন থেকে ফাগুনে l

৭.সাবিলা নূর-অঘটন