লজ্জা পাচ্ছেন—এমন ইমো দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ছবিতে তাঁর সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেতা আরশ খান। ক্যাপশনে কিছু লেখা নেই। হঠাৎ এই ছবি পোস্টের কারণ কী? ভিন্ন কিছু ভাবার সুযোগই দিলেন না এই অভিনেত্রী। জানালেন, প্রথমবার তিনি ও আরশ খান নাটকে নাম লিখিয়েছেন। নাটকের নাম ‘তুমি আমি আমি তুমি’।
পরিচালক মাবরুর রশিদ বান্নাহ। শুটিংয়ের সময়ে চরিত্রের মধ্যে ডুবে থাকেন সুনেরাহ। তাই কথার শুরুতেই বললেন, ‘এখনো ছবিটি নিয়ে কথা বলতে লজ্জা লাগছে। আসলে রোমান্টিক চরিত্রের মধ্যেই থেকেছি।’
সুনেরাহ বলেন, ‘আমার সঙ্গে আরশের পরিচয় ছিল না। আগে থেকে সেভাবে তাকে চিনতাম না। শুটিংয়েই পরিচয়। শুটিং করে মনে হয়েছে ছেলেটির চরিত্রে ডুবে থাকা নেশার মতো।’ আরশ খানের সঙ্গে অভিনয় করতে করতে প্রথম সিনেমা ‘ন ডরাই’–এর শুটিংয়ের দিনগুলোতে ফিরে গিয়েছিলেন সুনেরাহ। সেই সময় দেখতেন চরিত্রের মধ্যে বুঁদ হয়ে আছেন চিত্রনায়ক শরীফুল রাজ। তরুণ অভিনেতা আরশের মধ্যেও এবার সেই ডেডিকেশনই দেখেছেন।
কথায় কথায় সুনেরাহ জানালেন, ‘এর আগে শরীফুল রাজকে দেখেছি অভিনয়ের জন্য পারলে জানপ্রাণ দিয়ে দেয়। আরশের মধ্যেও সেটা লক্ষ করলাম। পুরো সময় সে চরিত্রের মধ্যেই থাকে। অন্য কোনো বাজে অভ্যাস নেই। বাজে অভ্যাস বলতে সে শুটিংয়ের সময় মোবাইলে কথা বলে না। শুটিং থামিয়ে বলে না দুই মিনিট, আসছি...। বরং অ্যাকশন বলার আগেই সে দৃশ্যের জন্য অপেক্ষা করে। চরিত্রের মধ্যে থাকে। অনেক সহযোগী একজন কো-আর্টিস্ট।’
ছোট পর্দার শুটিংয়ে প্রায়ই দেখা যায় সহ–অভিনয়শিল্পী মোবাইল বা ব্যক্তিগত কারণে ব্যস্ততা দেখিয়ে শুটিং বসিয়ে রাখেন। এমন কথা সুনেরাহও শুনেছেন। তবে এটাকে শিল্পীসুলভ আচরণ বলতে নারাজ তিনি।
‘একজন শিল্পীর অভিনয় কতটা বাস্তবসম্মত হবে, তা নির্ভর করে কো-আর্টিস্টদের ওপর। তারা যখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, শুটিং রেখে কথা বলে, আড্ডা দেয়, তখন অভিনয়শিল্পী হিসেবে বিরক্ত লাগে। কারণ, এভাবে আমি যত ভালোই প্রস্তুতি নিই না কেন, সেই অভিনয় বাস্তবসম্মত হবে না,’ বলেন সুনেরাহ।
অভিনয় নিয়ে এর আগে কষ্টের কথা জানিয়েছিলেন আরশ খান। একসময় টিকে থাকার জন্য বেশির ভাগ কমেডি কাজ করেছেন। যে কারণে পরে সবাই তাঁকে একই রকমের গল্প, চরিত্রের জন্য ডাকতেন। কিন্তু প্রথম সারির নাট্য নির্মাতারা অনেকেই তাঁকে কাজের জন্য ডাকেন না। তবে মেধা দিয়েই এগিয়ে যেতে চান আরশ। তাঁর এগিয়ে যাওয়ার পথ মসৃণ হবে বলে মনে করেন সুনেরাহ।
তিনি বলেন, ‘আরশের সঙ্গে প্রথম জুটি হয়ে কাজ করলাম। তার মধ্যে অভিনয়ের ভালো চেষ্টা রয়েছে। ভালো গল্প ও পরিচালক পেলে সে ক্যারিয়ারে আরও ভালো করবে, আমার কাছে সেটাই মনে হয়েছে।’
সিনেমা দিয়েই পরিচিত পেয়েছেন সুনেরাহ বিনতে কামাল। ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘ন ডরাই’ দিয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছাত্র আন্দোলনের পর থেকেই অনিয়মিত হয়ে পড়েছে শুটিং। বাতিল হয়েছে দুটি সিনেমার শুটিং। তাহলে কি এখন নাটকে নিয়মিত হচ্ছেন? এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, ‘আমি তো নাটক তেমন করি না। কয়েক মাস ধরে অভিনয় ছাড়া থাকতে ভালো লাগছিল না। তাই নাটকে নাম লেখালাম। ভালো গল্প, পরিচালক পেলে নাটকে অভিনয় করব।’ আজ থেকে আরও একটি নাটকের শুটিংয়ের কথা রয়েছে।