আজ মঙ্গলবার দুপুরে কথা হচ্ছিল মোশাররফ করিমের সঙ্গে। এ কথা–সে কথা বলতে বলতে এই অভিনয়শিল্পী জানান, এর মধ্যে দারুণ একটা কাজ করলেন। কাজী আসাদ পরিচালিত এই সিরিজের নাম ‘আধুনিক বাংলা হোটেল’। এটি তাঁর অভিনয়জীবনের প্রথম অ্যান্থলজি সিরিজ বলেও জানান। এদিকে গতকাল সোমবার ঢাকার উত্তরায় তিনি শুটিং করেন ‘মির্জা’ নামের একটি সিরিজের, যেখানে তাঁকে এই গোয়েন্দার চরিত্রে দেখা যাবে।
কথা প্রসঙ্গে মোশাররফ করিম ফিরে আসেন ‘আধুনিক বাংলা হোটেল’ প্রসঙ্গে। তিনি জানান, এটি চরকির জন্য তৈরি হয়েছে। নব্বই দশকে অভিনয় শুরু করা মোশাররফ করিম মঞ্চ, টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে কাজ করেছেন। তবে অ্যান্থলজি সিরিজে তাঁর কাজ করা হয়ে ওঠেনি, যা এবার হলো। আধুনিক বাংলা হোটেল–এ তিনটি গল্প রয়েছে বলে জানান মোশাররফ করিম। এগুলোর শিরোনাম ‘বোয়াল মাছের ঝোল’, ‘খাসির পায়া’ ও ‘হাঁসের ছালন’। এই তিনটি নাম মোশাররফ করিমের দারুণ পছন্দ হয়েছে।
মোশাররফ করিম বললেন, নামগুলো দেখে গল্পের ভেতর কী খেলা আছে তা কিন্তু বোঝার কোনো উপায় নেই। খুবই স্বাভাবিকভাবে শুরু হওয়া একটা গল্প, কীভাবে যে অন্য একটা পর্যায়ে চলে যায়, তা দেখার পর দর্শক টের পাবেন।
অভিনয়ের নানা মাধ্যমে কাজ করলেও অ্যান্থলজি সিরিজ নানা কারণে আলাদা, এমন প্রসঙ্গে মোশাররফ করিমের ব্যাখ্যাটা এ রকম, ‘আসলে প্রতিটা কাজেরই ভিন্নতা হয়। কিন্তু ভেতরেও এই গল্পগুলো অনেক আলাদা। খুব সহজভাবে একটা গল্প শুরু হয়। এরপর সেই গল্পের ভেতর ঢুকতে গিয়ে অন্য ব্যাপার আবিষ্কার করি। এটাই হচ্ছে গল্পগুলোর বৈচিত্র্য। তবে এটা ঠিক যে সব জায়গায় আমাকে কিন্তু অভিনয়টাই করতে হয়। তাই আমিও এটাকে সহজ জায়গা থেকে দেখি। তার মধ্য দিয়ে গল্পের চাহিদা, চরিত্রের ব্যক্তিত্ব আর সার্বিকভাবে গল্পের যে আবহ আছে, সেই আবহকেও যুক্তিসংগতভাবে এর মধ্য ঢুকিয়ে দেওয়া।’
‘আধুনিক বাংলা হোটেল’-এ মোশাররফ করিমের সঙ্গে কে বা কারা অভিনয় করেছেন, সে ব্যাপারে আপাতত কিছু বলতে চাননি। এরপর প্রসঙ্গ আসে ‘মির্জা’র। এই সিরিজের মধ্য দিয়ে আবার সুমন আনোয়ারের পরিচালনায় কাজ করছেন মোশাররফ করিম। ১২ সেপ্টেম্বর শুরু হওয়া এই সিরিজের শুটিং আজ শেষ হবে। এই পরিচালকের সঙ্গে হাতে গোনা কয়েকটি নাটকে অভিনয় করেছেন বলেও জানান মোশাররফ করিম, যেগুলোর মধ্যে আছে ‘সাদা মানুষ’ ও ‘তপ্ত দুপুর’। এই দুটিরই নাম মনে করতে পারলেন। তিনি বললেন, ‘সাধারণত দর্শকেরা মচমচে গল্প পছন্দ করেন। সেই গল্প দুটো সে রকম মচমচে না হলেও গল্পগুলোর মধ্যে যে কথা বলতে চাওয়া হয়েছে, তা দারুণ। তাই দর্শকেরা খুব গ্রহণ করেছেন। এবার “মির্জা”য় এসে অন্য রকম আরেকটি গল্পে কাজ করছি। এতে যেহেতু আমি গোয়েন্দা চরিত্রে আছি, তাই গল্পে দেখা যাবে একটা মামলার সমাধান করতে গিয়ে নানা কিছু আবিষ্কার করতে থাকে, সাধারণত যা হয়ে থাকে।’
‘মির্জা’য় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন পারসা ইভানা। এ নিয়ে দ্বিতীয়বার অভিনয়ের সুযোগ পেলেন পারসা ইভানা। প্রথমবার অভিনয় করেছিলেন ‘বাপের বেটা’ নামে একটি নাটকে। মোশাররফ করিম বললেন, ‘“মির্জা”য় অনেকের সঙ্গে আমিও নতুন কাজ করেছি। ইভানা আমার সঙ্গে প্রথম যে নাটকে অভিনয় করেছিল, তা সাত-আট বছর আগে। তখন সে একদমই নতুন ছিল। এখন যে কাজ করছে, খুবই সিরিয়াস দেখছি। সে খুব ভালোও করছে, আমারও এটা ভালো লাগছে।’