ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা রকম ব্যস্ততার কথা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
আপাতত অবসর। শুটিং থেকে ছুটি নিয়ে ঘুরতে যাচ্ছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সপ্তাহের শেষ কর্মদিন। উঠে পড়ুন কোনো এক ট্রেনে।’ মন্তব্যে তিনি লিখেছেন কলকাতায় ঘুরতে যাওয়ার কথা।
অভিনেত্রী শাহনাজ খুশিকে বেশির ভাগ দেখা যায় ফেসবুক অতীত নিয়ে স্মৃতিচারণা করতে। প্রায় এক যুগ আগের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘নদীর জল ছিল না, কূল ছিল না, ছিল শুধু ঢেউ, আমার একটা নদী ছিল জানল না তো কেউ।’
বিজ্ঞাপন
পরিচালক অনিমেষ আইচ লিখেছেন, ‘মানুষ বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলছি। কুকুর, বিড়াল, বাঘ কিংবা ঘুঘুপাখি আমার ভালো লাগে।’
বিজ্ঞাপন
অনিমেষ আইচের পোস্টে জাদুশিল্পী জুয়েল আইচ মন্তব্য করেছেন, ‘প্রিয় অনিমেষ, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, ফুল, পাখি সবকিছু তুমি আন্তরিকভাবে ভালোবাসো। মানুষ হিসেবে এটা তোমার একটা খুব বড় গুণ। কিন্তু মানুষজাতির ওপর থেকে তোমার আস্থা হারিয়ে গেলে জীবনটা তো “ষোলো আনাই মিছে” হয়ে যাবে।’অভিনেত্রী লারা লোটাস তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বিনয়ী হতে কোনো টাকাপয়সা লাগে না। আপনি অনেক কিছু হতে পারেন, তাতে কারও কিছু যায় আসে না। সবার রাজ্যে সবাই রাজা। মৃত্যুর পর সকলেই যদি হয়ে যায় লাশ, তবে বেঁচে থাকতে কেন মানুষ হতে পারি না আমরা। মনে রাখবেন, বিনয়ে কখনো সম্মান কমে না, বরং বাড়ে।’