ব্যক্তিগত জীবন নিয়ে মনোকষ্টে আছেন টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী শবনম ফারিয়া। তাই এই মনোকষ্টের বিষয়টি ফেসবুকে পোস্ট দিয়ে প্রকাশও করেছেন। সেখানে তিনি লিখেছেন, যে মানুষ সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, তাঁর কথাই ভুলতে পারছেন না তিনি।
সাধারণত অভিনয়ের পাশাপাশি ভার্চ্যুয়াল জগতে বিভিন্ন ধরনের লেখালেখির কারণে শবনম ফারিয়া আলোচনায় থাকেন। বিভিন্ন সময় ফেসবুকে দেওয়া তার এসব পোস্ট তাঁকে আলোচনায় আনে। তেমনই একটি পোস্ট তিনি আজ নিজের ফেসবুকে দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি ইনজাস্টিস করেছে আমার সাথে, আমি ভাবতাম তাকে ভুলে যাওয়া সবচেয়ে সহজ! কিন্তু কী জানি এক অদ্ভুত কারণে, সেই মানুষটাকেই চেষ্টা করেও ভোলা যাচ্ছে না!’
ফারিয়ার কথায় মনে হয়েছে, তিনি নানাভাবে তাঁর সঙ্গে অন্যায় করা মানুষটিকে বারবার ভুলে থাকার চেষ্টা করেছেন। আর তাতে বারবার ব্যর্থও হয়েছেন। এ ক্ষেত্রে কোনো যুক্তিও কাজে লাগেনি। এমনটা জানিয়ে ফারিয়া লিখেছেন, ‘দুনিয়ার সব যুক্তি, সব তর্ক— এই এক জায়গায় ভুল প্রমাণ হয়ে যাচ্ছে!’
শবনম ফারিয়ার দেওয়া এই পোস্টে মন্তব্য করেছেন উপস্থাপিক শান্তা জাহান। মন্ত্যবের ঘরে তিনি লিখেছেন, ‘ক্ষতটা এত বেশি গভীরে যে চাইলেও দাগ মুছবে না। তাই ভুলতেও পারবে না।’ এর উত্তরও দিয়েছেন শবনম ফারিয়া। তিনি লিখেছেন, ‘আপু, না, অত বেশি না! অল্প সময়ের ক্ষত, ঠিক না হইলেও এইটা নিয়ে জীবন পার করে দেওয়া যাবে! আরও বেশি সময় থাকলে পার করাটাও কঠিন হয়ে যেত!’
এদিকে মারজুক চৌধুরী নামের এক ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর গাওয়া একটি গানের দুটি লাইন মন্ত্যব্যের ঘরে তুলে ধরেন। আইয়ুব বাচ্চুর গাওয়া ‘আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি’ গানের লাইন দুটির মন্তব্যে ফারিয়া লিখেছেন, ‘এইটা একটা অতান্ত দুঃখী স্ট্যাটাস! মজা নিয়ো না!’