বাবাকে নিয়ে প্রত্যেকেরই রয়েছে নানা ধরনের স্মৃতি। বাবা দিবস উপলক্ষে আজ তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন। দিয়েছেন আবেগঘন স্ট্যাটাস। গত বছর বাবাকে হারিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। বাবার মৃত্যুর পর প্রথম বাবা দিবসে ফেসবুকে বাবাকে নিয়ে লিখেছেন তিনি।
গত বছরের ডিসেম্বরে চঞ্চল চৌধুরীর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক রাধা গোবিন্দ চৌধুরী মারা গিয়েছেন।
এর পর থেকে মাঝেমধ্যেই বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেন তিনি। আজ বাবা দিবসেও তিনি লিখলেন বাবাকে নিয়ে।
ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার, বিবর্ণ, যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সেই জানে। বাবা দিবস এ বছর থেকে আমার কাছে চোখের নোনাজলে ভেসে যাওয়া সমুদ্র, অকূল পাথার, বাবা ডাকে আর্তনাদ করা সন্তানের হাহাকার।’
বাবাকে কতটা মিস করছেন এই অভিনেতা, তা তাঁর এই স্ট্যাটাস থেকে বোঝা যায়। তিনি আরও লেখেন, ‘সাদা কফিনে মোড়া বাবার বয়ে নেওয়া শরীরটা যখন চিতার আগুনে পোড়ে দাউ দাউ করে, অথবা কবরের অন্ধকারে চিরতরে বাবাকে রেখে আসে কোনো সন্তান, আমৃত্যু দেখা হয় না পিতা আর সন্তানের, তাঁর কাছে বাবা দিবস কতটা বেদনার, সেটা আর কেউ জানে না।’
স্ট্যাটাসের শেষাংশে তিনি সব বাবার প্রতি শ্রদ্ধা জানান। আর প্রার্থনা করেন ইহলোক বা পরলোকে যাতে সব বাবা শান্তিতে থাকেন। আজ বিশ্ব বাবা দিবস। জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় এই দিবস।