‘আমরা শেষ প্রজন্ম যারা সব পেশার, সব শ্রেণির মানুষকে সম্মান করি’

তারকাদের সঙ্গে এখন ভক্তদের যোগাযোগ নিয়মিত। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম ফেসবুক। তারকারা তাঁদের নানামুখী কর্মকাণ্ড ফেসবুকের মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করেন। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের সেসব ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
এক ফ্রেমে রুনা লায়লা, আলমগীরসহ পরিবারের প্রায় সবাই উপস্থিত। যা দেখে অনেক ভক্তের মন্তব্য, এর চেয়ে সুন্দর ছবি আর কী হতে পারে! ছবিটি পোস্ট করে গত রাতে আঁখি আলমগীর লিখেছেন, ‘পরিবার নিয়ে একসঙ্গে ডিনারে।’
ছবি: ফেসবুক
চঞ্চল চৌধুরী অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেছেন এক সপ্তাহের বেশি সময় আগে। এখনো যেন অভিনেতা আটকে রয়েছেন অস্ট্রেলিয়ায়। এ ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ঢাকা ফিরে আসছি সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু ঘোর কাটেনি মেলবোর্ন আর সিডনির প্রকৃতি আর মানুষদের ভালোবাসার।’
হলিউডের সিনেমা ‘বার্বি’ নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। হলিউডের এ সিনেমার আয় বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সেই স্রোতে গা ভাসিয়ে ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল হিমি লিখেছেন, ‘বার্বি ওয়ার্ল্ডে ছোট একটা ভ্রমণ।’ সিনেমাটি নিয়ে প্রশংসাও করছেন।
ধলেশ্বরী নদীতে শুটিং করছেন পরিচালক তানভীর মোকাম্মেল। শুটিংয়ের ফাঁকে ছবিটি ভাগাভাগি করে অভিনেত্রী চিত্রালেখা গুহ লিখেছেন, ‘ধলেশ্বরী নদীতে আমাদের প্রিয় “অচিন পাখি”র শুটিং করি। অনুশীলন চলছে। চলছে ব্যস্ত কর্মযজ্ঞ।’
বর্তমানে প্রজন্ম থেকে প্রজন্মের দূরত্ব বাড়ছে, এমনটি মনে করেন অভিনেত্রী প্রসূন আজাদ। তিনি লিখেছেন, ‘আমরা শেষ জেনারেশন যারা একই সঙ্গে দাদা-দাদি, নানা-নানি এবং যৌথ পরিবারের ভালোবাসা পেয়েছি। আমরা শেষ প্রজন্ম যারা জাতীয় সংগীত বাজতে শুনলে যেকোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে যাই। আমরা শেষ প্রজন্ম যারা সব পেশার, সব শ্রেণির মানুষকে সম্মান করি।’