বিশ্বজুড়েই কোরিয়ান নাটক (কে–ড্রামা) জনপ্রিয়; এসব নাটক দেখতে বাংলাদেশের দর্শকেরাও মুখিয়ে থাকেন। স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাকুটেন ভিকিতে গত মাসের আলোচিত পাঁচটি নাটকের তালিকা দিয়েছে কোরীয় সংবাদমাধ্যম সুম্পি।
ক্রাইম–থ্রিলার ঘরানার ড্রামা ‘কানেকশন’ নির্মাণ করেছেন কিম মুন কিয়ো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইউনিটের এক দুঁদে গোয়েন্দা জ্যাং জে কিয়োন ও এক সাংবাদিক ওহ ইউন জিনকে নিয়ে ড্রামার গল্প আবর্তিত হয়েছে। দুই চরিত্রে অভিনয় করেছেন জি সাং ও জেউন মি ডু
একটি ওয়েবটুন অবলম্বনে রোমান্টিক–কমেডি ঘরানার ড্রামা ‘ডেয়ার টু লাভ মি’ নির্মাণ করেছেন জাং ইয়াং হো। শিন ইউন বক ও তাঁর শিক্ষক কিম হং ডুর মধ্যকার প্রেমকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্প। দুই চরিত্রে অভিনয় করছেন কিম মিয়োং সু ও লি উ ইয়ং
বিজ্ঞাপন
যাঁরা রোমান্টিক জনরার কাজ দেখতে ভালোবাসেন, তাঁদের জন্য ‘মিসিং ক্রাউন প্রিন্স’। এটি আরেক ড্রামা ‘বোসাম: স্টিল দ্য ফেট’–এর স্পিন অফ। এক যুবরাজকে অপহরণ করেন এক নারী। যিনি সেই যুবরাজকে বিয়ে করতে চান। দুই চরিত্রে অভিনয় করেছেন সুহো ও হং ইয়ে জি। এটি নির্মাণ করেছেন কিম জিন ম্যান
বিজ্ঞাপন
জুন মাসের আরেকটি আলোচিত ড্রামা ‘দ্য মিডনাইট রোমান্স ইন হ্যাগওন’। রোমান্টিক ড্রামাটি নির্মাণ করেছেন আহন পান সিউক। মূল দুই চরিত্রে অভিনয় করেছেন জুং রিয়ো ওন ও হা জুনসিউ কি হোয়ান নামে (উম টে গু) এক তরুণ ও হো ইউন হা (হান সান হোয়া) নামে একজন কনটেন্ট ক্রিয়েটরের প্রেম নিয়ে ‘মাই সুইট মবস্টার’ নির্মাণ করেছেন কিম ইয়ং হোয়ান ও কিম উ হিয়োন