‘ভালোবাসার মানুষ চলে গেলেও এই প্রেম কখনো চলে যায় না’
বিনোদন ডেস্ক
তারকারা তাঁদের নানামুখী কর্মকাণ্ড ফেসবুকে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করেন। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
গায়ক ইমরান মাহমুদুল ফেসবুকে লিখেছেন, ‘জনমে জনমে তোমারে গো চাই, মরণেও পাই যেন ওপারে।’ ঈদের আগেই বিয়ে করেছেন গায়ক, তাই অনেক ভক্তেরই প্রশ্ন, আবার তিনি কাকে চান? ছবি: ফেসবুক
আই স্ক্রিনে মুক্তির অপেক্ষায় রয়েছে ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘আমি কি তুমি’। সেটার নতুন পোস্টার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে যুক্তরাষ্ট্র থেকে মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে। ভালোবাসার মানুষ চলে গেলেও এই প্রেম কখনো চলে যায় না...’
বিজ্ঞাপন
হলিউডে এখন অভিনয়শিল্পীদের ধর্মঘট চলছে। সেটাকে ইঙ্গিত করেই চিত্রনায়ক সাইমন সাদিক লিখেছেন, ‘অস্তিত্বসংকটের শঙ্কায় ধর্মঘটের ডাক দিয়েছেন হলিউডের শিল্পী-কলাকুশলীরা, সব দোষ বাংলাদেশের; দূর থেকে সব সুন্দর, কাছে গিয়ে দেখুন, সবার চোখের পানির রং এক।’
বিজ্ঞাপন
নানা ভঙ্গিতে এসে ফেসবুকে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘হাসির রকমফের’ছবিটি প্রকাশ করে মিম মানতাসা লিখেছেন, ‘জীবনের সবচেয়ে বড় শিক্ষা কী?’