সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তিন দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
দীপ্ত
সকাল ৯টায় সিনেমা ‘কিস্তিমাত’। অভিনয়ে আরিফিন শুভ, আঁচল। বেলা ১টায় সিনেমা ‘তালাশ’। অভিনয়ে আদর আজাদ, শবনম বুবলী। বিকেল ৪টায় ‘ফ্ল্যাশ ফিল্ম পরী’। অভিনয়ে জোভান, পূজা চেরি। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘বকুলপুর’। অভিনয়ে আজিজুল হাকিম, নাদিয়া আহমেদ, শ্যামল মাওলা। ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। অভিনয়ে সাফানা নমনি, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা। রাত ৮টায় নাটক বাপ দ্য বস। অভিনয়ে ফজলুর রহমান বাবু, ঐশী। ৯টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক গিরগিটি। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। ১০টা ৫ মিনিটে নাটক ‘জাদুকর মোতালেব’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। ১১টা ১০ মিনিটে নাটক ‘ফ্যাশন’। অভিনয়ে অপূর্ব, মেহজাবীন।
মাছরাঙা
বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘প্রেম প্রেম পাগলামী’। অভিনয়ে বাপ্পী, আঁচল। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘মিস্টার প্রিন্স’। অভিনয়ে মোশাররফ করিম, মিম চৌধুরী। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘অংক স্যার’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি। রাত ৮টায় নাটক সুভাষিনী। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক সুরেলা সুলতান। অভিনয়ে মারজুক রাসেল, তানজিকা। ১০টা ২০ মিনিটে নাটক ‘ডিয়ার ওয়াইফ’। অভিনয়ে জোভান, সাফা কবির। ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘মাই ট্রু লাভ’। অভিনয়ে জাহের আলভী, শেহতাজ।
নাগরিক
সকাল ৮টায় সিনেমা ‘ফুল নেব না অশ্রু নেব’। অভিনয়ে শাকিব খান, শাবনূর। ১০টা ৩০ মিনিটে সিনেমা ‘সাহেব নামের গোলাম’। অভিনয়ে শাকিব খান, সাহারা। বেলা ১টা ৩০ মিনিটে সিনেমা ‘ডেয়ারিং লাভার’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বিকেল ৫টায় সিনেমা ‘কিস্তিমাত’। অভিনয়ে করেছেন আরিফিন শুভ ও আঁচল আঁখি। রাত ৮টায় ধারাবাহিক নাটক ‘লাভ ট্রিপ’। অভিনয়ে ইমতু রাতিশ, নাদিয়া মীম। ৮টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘প্যারাডাইস লস্ট’। অভিনয়ে মায়মুনা মম, শহীদুজ্জামান সেলিম। ৯টা ৩০ মিনিটে নাটক ‘হিসেবি বউ’। অভিনয়ে অপূর্ব, সাফা কবির। ১০টা ৪৫ মিনিটে নাটক ‘হাসিতে ফাঁসি’। অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি।