'ফরিদ মামা’ থেকে 'বড় চাচা’ হয়েছিলেন তিনি

নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন আলী যাকের। প্রতিবার যেন নিজেকে ছাড়িয়ে গিয়েছেন। কখনো দর্শকদের হাসিয়েছেন, কখনো মনের অজান্তে দর্শকদের চোখ ভিজে উঠেছে। দর্শকদের বিনোদিত করা সেই চরিত্রগুলো এখনো যেন জীবন্ত। প্রয়াত অভিনেতা আলী যাকেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ১৯৪৪ সালে জন্ম নেওয়া নানা চরিত্রের আলী যাকেরকে দেখুন ছবিতে।
মনে আছে সেই বড় চাচার কথা? মনে না থাকলে আবার দেখে নিতে পারেন ‘আজ রবিবার’ নাটকটি। হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্রের একটি বড় চাচা।
ছবি: সংগৃহীত
‘বহুব্রীহি’ নাটকের বেকার এক যুবক, যে সারাক্ষণ পরিকল্পনা করে যায়। এ নিয়ে মজার ঘটনার জন্ম দেন ফরিদ। এই ফরিদ মামাই একসময় দর্শকদের আবেগে ভাসান। এই অভিনয় হয়তো আলী যাকেরকে দিয়েই সম্ভব।
এখনো যেন ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকের দেওয়ান গাজী জীবন্ত।
‘নূরলদীনের সারাজীবন’ নাটকে নূরলদীন চরিত্রে এভাবে মঞ্চে এসে প্রশংসা পেয়েছিলেন আলী যাকের। নাটকে আসাদুজ্জামান নূরের সঙ্গে।
বিখ্যাত মঞ্চনাটক ‘গ্যালিলিও’-তে গ্যালিলিও চরিত্রে আলী যাকের। এই নাটকের অভিনয়ের পরে তাঁকে বাংলার গ্যালিলিও বলা হতো।
‘নদীর নাম মধুমতী’ সিনেমায় মোতালেব চরিত্রের তিনি প্রশংসা পেয়েছিলেন। চরিত্রের মধ্যে মিশে যাওয়া এই অভিনেতা আলী যাকের।
‘বাকী ইতিহাস’ নাটকের মঞ্চে আবুল হায়াতের সঙ্গে
‘কাঁঠাল বাগান’ নাটকে সারা যাকের ও আলী যাকের
এখনো যেন চরিত্রগুলো দর্শকদের নাটকের কথা মনে করিয়ে দেয়। তেমনই ‘টেমপেস্ট’ নাটকের একটি দৃশ্যে আলী যাকের।