‘যেখানে সীমান্ত তোমার’ নাটকের দৃশ্য। ছবি: মাছরাঙা টিভির সৌজন্যে
‘যেখানে সীমান্ত তোমার’ নাটকের দৃশ্য। ছবি: মাছরাঙা টিভির সৌজন্যে

স্বাধীনতা দিবসের টিভি আয়োজন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাটক, চলচ্চিত্র, সংগীতানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজন করেছে দেশীয় টিভি চ্যানেলগুলো। জেনে নেওয়া যাক উল্লেখযোগ্য কয়েকটি আয়োজনের খবর

বাংলাদেশ টেলিভিশন
রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘চাঁদের খাঁচা’। সৈয়দ মনজুরুল  ইসলামের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। অভিনয় করেছেন রিমি করিম, সাব্বির আহমেদ, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ।

‘চাঁদের খাঁচা’ নাটকের দৃশ্য। ছবি: বিটিভির সৌজন্যে

এটিএন বাংলা
দুপুর ১২টা ৫০ মিনিটে রয়েছে সারোয়ার তমিজউদ্দিনের পরিচালনায় প্রামাণ্য অনুষ্ঠান ‘বধ্যভূমির পথে’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রয়েছে তথ্যচিত্র ‘কেমন আছেন বীর মুক্তিযোদ্ধারা’। রাত ৮টায় রয়েছে বিশেষ নাটক বোধ। রচনা ইউসুফ আলী, পরিচালনা সকাল আহমেদ।

চ্যানেল আই
সকাল ৯টা ৪৫ মিনিটে রয়েছে বিশেষ ‘তৃতীয় মাত্রা’। ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় এতে অংশ নেবেন মামুনুর রশীদ, হৃদি হক ও শহীদুল আলম। বেলা ১টা ৫ মিনিটে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে মুশফিকুর রহমান পরিচালিত সিনেমা দুঃসাহসী খোকার। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক আঁধারে আভা। রচনা নাহিদুল ইসলাম ও নূর ইমরান মিঠু, পরিচালনা নূর ইমরান।

এনটিভি
বেলা একটায় রয়েছে বিশেষ নাটক ‘যোগ-বিয়োগ’। রচনা সরয়ার রেজা, পরিচালনা তুহিন হোসেন। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, শখ, সুষমা সরকার প্রমুখ।

আরটিভি
রাত আটটায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘অসমাপ্ত’। সরয়ার রেজা জিমির রচনায় নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

‘অসমাপ্ত’ নাটকের দৃশ্য। ছবি: আরটিভির সৌজন্যে

মাছরাঙা টেলিভিশন
রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘যেখানে সীমান্ত তোমার’। রচনা সরয়ার রেজা জিমি, পরিচালনা তুহিন হোসনে। এতে অভিনয় করেছেন আরশ খান, ফারিয়া শাহরীন।

দুরন্ত টেলিভিশন
সকাল ১০টায় রয়েছে নৃত্যানুষ্ঠান ‘প্রিয় বাংলাদেশ’। বেলা ১১টায় সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘একাত্তরের মার্চ’। শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীরের সঙ্গে শিশুদের কথোপকথনের মাধ্যমে উঠে আসে স্বাধীনতার ইতিহাস। বেলা ৩টায় দেখা যাবে শামীম আখতারের সিনেমা ‘মেঘনার ৭১’। রাত ১০টায় রয়েছে মোরশেদুল ইসলামের সিনেমা ‘আমার বন্ধু রাশেদ’।