এশিয়ার শীর্ষ মডেল বাছাই প্ল্যাটফর্ম ‘এশিয়ান মডেল ফেস্টিভ্যাল’-এ যুক্ত হওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশে প্রথমবারের মতো বড় পরিসরে শুরু হয়েছে ‘ফেইস অব বাংলাদেশ’। এই প্রক্রিয়ার প্রথম ধাপ অর্থাৎ ফেইস অব বাংলাদেশ–এর রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আগামীকাল সোমবার। ইতিমধ্যে অসংখ্য আবেদন জমা হয়েছে এবং আশানুরূপসংখ্যক তরুণ-তরুণী এই প্ল্যাটফর্মে যোগদানের জন্য আবেদন করেছেন। জমা হওয়া সব আবেদন থেকে বাছাইকৃত ২৫ জন ছেলে ও ২৫ জন মেয়ে নিয়ে ঢাকায় সিলেকশন পর্ব অনুষ্ঠিত হবে ২০ ও ২১ মার্চ। উভয় বিভাগে সেরা ১২ জন প্রতিযোগী নিয়ে মাসব্যাপী গ্রুমিং হবে ঢাকায়। তারপর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের মাধ্যমে সেরা ২ জন ছেলে ও মেয়ে বাছাই করা হবে ফেইস অব বাংলাদেশ হিসেবে। যাঁরা দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ‘এশিয়া মডেল ফেস্টিভ্যাল’-এর ১৩ তম আসরে অংশ নেবেন।
উল্লেখ্য, ফেইস অব বাংলাদেশ–এর মাধ্যমে এশিয়ার সবচেয়ে বৃহৎ মডেলিং এবং ফ্যাশন ইভেন্টে এবারই যুক্ত হচ্ছে বাংলাদেশ।
জানা গেছে, এই মডেল বাছাই কার্যক্রম এ দেশের মডেলদের বিশ্বব্যাপী মডেলিং এবং ফ্যাশনশিল্পে প্রবেশের একটি বড় সুযোগ। ফ্যাশন, সৌন্দর্য, স্বাস্থ্য ও সংস্কৃতিশিল্প সম্মিলন হিসেবে এটি এশিয়ার সর্ববৃহৎ ফিউশন আয়োজন। প্রথম আলো ডটকমের সঙ্গে এবার ফেইস অব বাংলাদেশ–এর প্রধান পৃষ্ঠপোষক স্যান্ডালিনা সোপ। মেইকভার ও গ্রুমিং পার্টনার হিসেবে আছে বিউটি স্যালন পারসোনা ও আজরা মাহমুদ গ্রুমিং অ্যান্ড কাস্টিং স্টুডিও। ভেন্যু পার্টনার হিসেবে আছে হোটেল লা মেরিডিয়ান। আয়োজন করেছে ক্রসওয়াক কমিউনিকেশনস আর নাগরিক টিভি। ফেইস অব বাংলাদেশ ও এশিয়া মডেল ফেস্টিভ্যাল সম্পর্কে আরও জানতে লগইন করুন: www.amfoc.org/en
আর নিবন্ধন করার জন্য লগইন করুন https://www.prothomalo.com/face-of-bangladesh