ভারতের পশ্চিমবঙ্গে সাপ্তাহিক দর্শক জরিপে আবার শীর্ষে উঠে এসেছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রানী রাশমণি’। মথুর আর জগদম্বার বিয়ে নিয়ে এখন যেভাবে গল্প এগিয়ে যাচ্ছে, তা প্রভাব ফেলেছে দর্শকের মনে। এটি একটি ঐতিহাসিক ঘটনা। এদিকে এই সিরিয়ালের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘করুণা’র মৃত্যু হয়েছে। চরিত্রটির অসুস্থতার সময় থেকে বেড়ে যায় ‘করুণাময়ী রানী রাশমণি’ সিরিয়ালের ব্যাপারে দর্শকের আগ্রহ। ‘করুণাময়ী রানী রাশমণি’ সিরিয়ালের ‘করুণা’ ছিলেন ঐন্দ্রিলা সাহা। অত্যন্ত দক্ষতার সঙ্গে চরিত্রটি ফুটিয়ে তোলেন তিনি। অভিজ্ঞদের ধারণা, দর্শকের মনে এই চরিত্রের স্মৃতি তাজা থাকবে অনেক দিন। গত কয়েক মাস দর্শক মুগ্ধ থেকেছে পর্দায় তাঁর স্নিগ্ধ অভিনয় দেখে।
ভারতের বাংলা সিরিয়ালের কনিষ্ঠ তারকাদের মধ্যে ঐন্দ্রিলা সাহা অন্যতম। বয়স ১৭, পড়াশোনা করছেন মধ্যমগ্রাম গার্লস হাইস্কুলে। সেখানে তিনি এখন ক্লাস এগারোর ছাত্রী। তিনি প্রথম অভিনয় করেন ‘রাইকিশোরী’ সিরিয়ালে। এরপর অভিনয় করেছেন ‘রাশি’ আর ‘আমার দুর্গা’তে।
‘করুণাময়ী রানী রাশমণি’ সিরিয়ালের ‘করুণা’ পালটে দিয়েছে ঐন্দ্রিলা সাহাকে। আর সহযোগী কোনো চরিত্রে নয়, এবার তিনি সিরিয়ালের নাম ভূমিকায় অভিনয় করবেন। সিরিয়ালটির নাম ‘খনার বচন’। কালারস বাংলায় আগামী ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হচ্ছে সিরিয়ালটি। এখানে তাঁর নাম ‘খনা’।
‘খনা’ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি ঐন্দ্রিলা সাহা। বললেন, ‘আমি খনা হতে পারব, তা অডিশন দেওয়ার সময় একবারও মনে হয়নি। এরপর যখন শুনেছি, তখন আমার খুশি আর কে দেখে!’
‘খনার বচন’ সিরিয়ালে ‘শ্রী বরাহ জ্যোতিষী’র ভূমিকায় অভিনয় করবেন ছোটপর্দার অন্যতম জনপ্রিয় তারকা বাদশা মৈত্র। ঐন্দ্রিলা সাহা বললেন, ‘আমি ওনাকে চিনি তো! বাদশা মৈত্র আংকেল ভীষণ ভালো।’
এদিকে ঐন্দ্রিলা সাহা ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার স্বপ্ন, আমি এমন একটা চরিত্রে অভিনয় করব, যা শুধু আমার জন্যই লেখা হবে। এমন কোনো গল্প, যা নিয়ে আগে কোনো সিরিয়াল বা সিনেমা হয়নি।’