>ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও ইউটিউব ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মেহ্জাবীন চৌধুরী অভিনীত অনেক নাটক প্রচারিত হবে। নাটকগুলো সবই তাঁর পছন্দের কাজ বলে উল্লেখ করেন মেহ্জাবীন। নাটকগুলোর শুটিংও প্রায় শেষ। অন্য সব ব্যস্ত তারকার ঈদের নাটকের শিডিউল চাঁদরাত পর্যন্ত। কিন্তু এই ব্যস্ত তারকা ১০ আগস্টের পর আর নাটকের শিডিউল নেননি। কেন নেননি, সেসব কথাসহ ঈদ, কোরবানি নিয়ে কথা বলেছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।
ঈদুল আজহাতে বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানমালায় আপনার অভিনীত কতগুলো নাটক প্রচারিত হবে?
সংখ্যায় ঈদুল ফিতরের মতোই হবে। ২০ থেকে ২২টি নাটক প্রচারিত হবে। ঈদের সব কটি নাটকেরই গল্প, চরিত্র ভালো। এগুলোর মধ্যে বেশ কয়েকটি ভিন্নধরনের গল্পের নাটকে ভিন্নধরনের চরিত্রে দর্শকেরা দেখতে পাবেন আমাকে।
ঈদের সময় নিজের অভিনীত সব নাটক দেখা হবে কি?
ঈদের পর এক সপ্তাহের মধ্যে এবার কোনো শুটিং রাখিনি। প্রতি ঈদেই নিজের অভিনীত নাটক দেখি। অন্য শিল্পীদের কাজও দেখা হয়। সব কাজ দেখা হবে কি না, জানি না। তবে নিজের কিছু কাজ তো দেখবই।
ইউটিউবে দর্শক ভিউ কি নাটকের গুণগত মান নির্ধারণ করে? আপনার কী মনে হয়?
ইউটিউবে কোনো নাটকে বেশি দর্শক ভিউ মানে ওই নাটক দর্শক পছন্দ করেছেন, দর্শক দেখছেন, নাটকটি জনপ্রিয়তা পাচ্ছে। অনেক ভিউ হয়েছে, এমন নাটকে দেখা যায়, পুরো নাটক নয়, নাটকের কোনো কোনো অংশ দর্শকের কাছে ভালো লেগে যায়। তখন দর্শক হুমড়ি খেয়ে ওই নাটক দেখতে থাকেন। ভিউ বাড়তে থাকে। তার মানে এই নয় যে ওই নাটকগুলো গুণগত দিক থেকে সব নাটকের ওপরে।
সবাই ঈদের আগের দিন পর্যন্ত শুটিং রাখছেন, আপনি ঈদের দুদিন আগেই শুটিং শেষ করে দিচ্ছেন। কেন?
ঈদের আগের দিনটা পরিবারকে দিতে চাই। ঈদের শপিং করার ইচ্ছা আছে। শুটিংয়ের ঝামেলা মাথায় নিয়ে এসব কাজ করা যাবে না।
ঈদে কোরবানি দিচ্ছেন?
হ্যাঁ। আমি তো ৬–৭ বছর আগে থেকেই নিজের আয়ের টাকা থেকে কোরবানি দিই। এবারও দিচ্ছি।
ঈদের দিন রান্না করবেন না?
ঈদের দিন রান্নায় বড় আয়োজন থাকে। অনেক মেহমান আসেন বাসায়। আমি তো আর পাকা রাঁধুনি না। যদি রান্না খারাপ হয়! তাই ঈদের দিন রান্না সাধারণত করি না।
তিন প্রশ্ন
একদিন ঘুম থেকে উঠে দেখলেন আর অভিনয় করতে পারছেন না। কী করবেন?
যদি অভিনয় করতে না পারি, তাহলে নাটকের গল্প লেখার চেষ্টা করব।
এত কাঁদেন কেন?
আমি কাঁদি না, চরিত্র আমাকে কাঁদায়।
তাহসান, নিশো, অপূর্ব—কার সঙ্গে অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন?
যাঁদের সঙ্গে বেশি কাজ হয়। সেই ক্ষেত্রে অপূর্ব ও নিশো ভাইয়ের সঙ্গে অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি।