জন্মদিন নিয়ে কখনোই বাড়তি আগ্রহ থাকে না অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের। বরং কেউ জন্মদিনের কেক কাটার কথা বললেই অস্বস্তিতে পড়ে যান এই শিল্পী। এবারও সেই একই ঘটনা ঘটেছে। মৌটুসী বিশ্বাস বললেন, বয়স হয়ে যাচ্ছে। কেক কাটার কথা বললেই ভীষণ লজ্জা লাগে।
বললেন বয়স হয়ে যাচ্ছে, কততে পা দিলেন এবার? এমন প্রশ্ন শুনেই হেসে মৌটুসী বললেন, ‘বয়স নিয়ে ভাবি না। সুস্থ আছি, ভালো আছি এটাই বড় কথা। আমাকে দেখে কি মনে হয়? ৩০, ৪০, ৫০ যে যা মনে করে করুক। কেউ কিছু বললে বয়স তো আর কমবে না।’ অভিনেত্রী শম্পা রেজাসহ কাছের কিছু মানুষের সঙ্গে কেক কেটেছেন। দিনটি পরিবারের সঙ্গে কাটিয়েছেন।
প্রায় দুই বছর ধরে টিভির পর্দায় অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের উপস্থিতি কম। এটা নিজের ইচ্ছায়, জানালেন এই অভিনেত্রী। এ সময় একাধিক একক এবং ধারাবাহিকের চিত্রনাট্য পেলেও কাজ করেননি। তিনি বলেন, ‘আমার পছন্দমতো গল্প ছাড়া অভিনয় করব না। কিছু কাজের প্রস্তাব পেয়েছি, কিন্তু ব্যাটে–বলে মিলে নাই। এমনও হয়েছে এক চরিত্রের কথা বলে পরে ফোন দিয়ে অন্য চরিত্রে অভিনয়ের কথা বলেন। তখন ভীষণ খারাপ লাগে। আমার কথা নাহয় বাদ দিলাম। অনেক সিনিয়র গুণী শিল্পী এসব অপেশাদার আচরণের জন্য বছরে এক–দুটি নাটকে অভিনয় করছেন।’
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এমন খারাপ লাগার মতো ঘটনা আরও রয়েছে মৌটুসীর। বিভিন্ন সময় গল্প থেকে ইচ্ছাকৃতভাবে তাঁকে বাদও দেওয়া হয়েছে। অভিনেত্রী হিসেবে সেই সময়গুলো কেমন ছিল জানতে চেয়েছিলাম মৌটুসীর কাছে। তিনি বলেন, ‘কাজ থেকে বাদ পড়েছি, মন খারাপ হয়েছে। কিন্তু পরক্ষণেই আবার হাঁসের মতো শরীর ঝাড়া দিয়ে উঠেছি। মনে করেছি পেছনে কিছুই ঘটেনি। একটা সময় মনে করতাম অভিনয় মানে ডায়ালগ ডেলিভারি দেওয়া, সেখান থেকে অভিনয় শিখেছি। একটু একটু করে এগিয়েছি। দর্শকদের ভালোবাসা পাই, এটাই আমার সম্পদ। অতীতকে আমি কখনোই মনে রাখি না। শুটিং করছি না কিন্তু পরিবারে বেশি সময় দিয়েই ভালো আছি।’
মৌটুসী গত দুই বছরে অনলাইনের জন্য ‘স্পটলাইট’ ও ‘আড়াই মন স্বপ্ন’ নামের দুটি গল্পে অভিনয় করেছেন। সম্প্রতি শেষ করেছেন ‘প্রিয় সত্যজিৎ’ নামের একটি সিনেমার কাজ।