পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ও অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম
পরিচালক গিয়াস উদ্দিন সেলিম 
ও অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম

২০ বছর পর দুই সেলিম

সেলিমের সঙ্গে অনেক দিন দেখা নেই সেলিমের। কর্মসূত্রে পরিচয় ও ঘনিষ্ঠতা অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের। দুজনের রয়েছে বহু স্মৃতি। একই অঙ্গনে বিচরণ করেও গত ২০ বছরে দুজনের একসঙ্গে কাজ করা হয়নি। সম্প্রতি আবারও একসঙ্গে কাজ করলেন দুজন, একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে।
গিয়াস উদ্দিন সেলিমের লেখা প্রথম নাটক পৌনঃপুনিক। সেখানে অভিনয় করেছিলেন শহীদুজ্জামান সেলিম। পরে গিয়াস উদ্দিন সেলিম প্রথম নাটক নির্মাণ করলে সেখানেও অভিনয় করেন সেলিম। নাটকটির নাম ছিল হাউসওয়াইফ।

পরে তাঁরা আরও বেশ কিছু কাজ করেন, আর ২০০১ সালে শেষবারের মতো কাজ করেন নকশিপাড়ের মানুষেরা নাটকে। এই নাটকের জন্য দুই সেলিম এবং অভিনেত্রী আফসানা মিমি মেরিল–প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পেয়েছিলেন।

গিয়াস উদ্দিন সেলিম

শহীদুজ্জামান সেলিম বলেন, ‘আগে আমাদের কাজ নিয়ে অনেক আলাপ হতো। ভুল হলে নির্মাতারা শুধরে দিতেন। নিজেদের কাছে ভুল মনে হলে সেসব নিয়েও আলোচনা হতো। ফলে একটা ভালো প্রোডাকশন বের হয়ে আসত। এখন সে সময়ই নেই। যা বলছি, করছি, যেন সেটাই সঠিক। সেখানে হয়নি বা আরেকটু ভালো চাই, সেসব বলার মতো কেউ নেই। তবে সেলিমের মতো কিছু নির্মাতা রয়েছেন, যাঁরা কাজ আদায় করে নিতে পারেন।’

নির্মাতা সেলিম বলেন, ‘আমরা রাত ১০টা বাজলেই শুটিং বন্ধ করে দিতাম। গাছে শুটিংয়ের লাইট লাগিয়ে ক্রিকেট খেলতাম। কাজে একঘেয়েমি আসতে দিতাম না। দর্শকও আমাদের কাজে বিনোদন পেত। আমরা বিনোদনের মধ্য দিয়ে কাজটা করতাম।’

শহীদুজ্জামান সেলিম

এখনকার নির্মাণপ্রবণতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি গল্পটাকে আগে প্রাধান্য দিই। তারপর সেই গল্পে ভালো অভিনয়শিল্পী কে হতে পারেন, সেই বিবেচনা। ভিউ নিয়ে আমি কখনো চিন্তা করিনি।’

মায়া নামের নতুন এক স্বল্পদৈর্ঘ্যের চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ছয় বছর পর স্বল্পদৈর্ঘ্য দিয়ে ঈদের কাজে ফিরছেন তিনি।

টয়া

প্রথমবারের মতো তাঁর নির্মাণে অভিনয় করলেন টয়া ও ইরফান সাজ্জাদ। এটি দেখানো হবে ঈদুল ফিতরে। এতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, তানজিলা হক প্রমুখ। গিয়াস উদ্দিন সেলিম বর্তমানে সিনেমা নিয়েই বেশি ব্যস্ত। তাঁর পাপ–পুণ্য সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।