সুবর্ণার বাসায় জমেছিল মিমি–জয়াদের আড্ডা...

ঈদে তারকার মিলনমেলা বসেছিল সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ দম্পতির উত্তরার বাড়িতে। ঈদের সময়টায় এমন আয়োজন করে থাকেন তাঁরা। গত দুই বছর করোনা মহামারির কারণে তা হয়ে ওঠেনি। এবার যাঁরা গিয়েছিলেন, তাঁদের জন্য উপহার হিসেবে ছিল শাড়ি ও ঈদ সালামি। সুবর্ণা ও সৌদের ডাকে সেদিন কারা হাজির হয়েছিলেন, একনজরে দেখা যাক—

দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসানকে দেশের কোনো আড্ডায় খুব একটা দেখা যায় না। ঈদের পরদিন সেই জয়াকেও দেখা গিয়েছিল সুবর্ণা ও সৌদের বাড়ির আড্ডায়। সুবর্ণা মুস্তাফাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জয়া আহসান।
অভিনয়শিল্পী স্বামী ইন্তেখাব দিনারকে নিয়ে ঈদের পরদিন রাতে হাজির হয়েছিলেন নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী বিজরী বরকতউল্লাহ।
সুবর্ণা ও সৌদের বাড়িতে দাওয়াত শেষে ফেসবুকে অনেকগুলো ছবি পোস্ট করে পরিচালক চয়নিকা চৌধুরী লিখেছেন, অনেক অনেক সম্মানিতবোধ করলাম। সম্মান সবাই করতে পারে না, তার জন্য লাগে সাহস আর সুন্দর মন। তোমাদের দুজনের চমৎকার ছবি নিজের ক্যামেরায় তুলতে পেরে খুব ভালো লাগছে শেষ মুহূর্তে। সুবর্ণা আপু, তোমার আর সৌদ ভাইয়ের দেওয়া উপহার সুন্দর শাড়ি আর সালামি সেই ছোটবেলার কথা মনে করিয়ে দিল। অজান্তে চোখ ভিজে আসছিল। কবে যে শেষ সালামি পেয়েছি মনে পড়ছে না। ঈদের আজকের এই সুন্দর আর চমৎকার আড্ডা আমার আজীবন মনে থাকবে। প্রিয় সব মানুষগুলোর সঙ্গে আড্ডায় এত আন্তরিকতা ছিল!
বিনোদন অঙ্গনে সুবর্ণা ও সৌদের কাছের মানুষ হিসেবে পরিচিতরাই এসেছিলেন তাঁদের দাওয়াতে। সবার জন্য নানা পদের রান্নাও করেছিলেন তাঁরা। কেউ কেউ এমনও বলেছেন, সৌদ ভাইয়ের নিজের হাতের সুস্বাদু রান্না আহা! এখনো জিবে লেগে আছে!
আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের ফাঁকে এভাবে ক্যামেরায় ধরা পড়েছিলেন বদরুল আনাম সৌদ ও সুবর্ণা মুস্তাফা।
আড্ডায় জয়ার সঙ্গে খুনসুটিতে মেতে উঠিছেলেন বদরুল আনাম সৌদ, তাঁদের সেই মুহূর্ত এভাবে ক্যামেরায় ধরা পড়ে।
সেদিনের আড্ডায় বাঁ থেকে তানভীন সুইটি, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, সুবর্ণা মুস্তাফা, সাবেরী আলম, বিজরী বরকতউল্লাহ, আফসানা মিমি ও চয়নিকা চৌধুরী।
এক ফ্রেমে আফসানা মিমি ও দীপা খন্দকার।
সুবর্ণা ও সৌদের ডাকে এসেছিলেন বিজরী বরকতউল্লাহ ও তাহমিনা সুলতানা মৌ–ও।
আড্ডার ফাঁকে এভাবেই ক্যামেরাবন্দী হয়েছিলেন ইন্তেখাব দিনার, চিত্রলেখা গুহ, বিজরী বরকতউল্লাহ ও আফসানা মিমি।
হাস্যোজ্জ্বল ওয়াহিদা মল্লিক জলি, সুবর্ণা মুস্তাফা, জয়া আহসান ও চিত্রলেখা গুহ।
হাস্যোজ্জ্বল দীপা খন্দকার, আফসানা মিমি, জয়া আহসান ও চিত্রলেখা গুহ।