সিনেমার সুপারস্টার ইস্কান্দার শাহ। তাঁর ছবি মানেই ব্যবসাসফল, মারমার-কাটকাট, হিট। তাঁকে নিয়ে ছবি করে বহু প্রযোজক নাম ও টাকা দুটোই কামিয়েছেন। ইস্কান্দার শাহর শিডিউল পাওয়া যেন আকাশের চাঁদ পাওয়ার মতো। পরিচালক একে ঝিন্টু বহু দেন-দরবার করে ২২ দিনের শিডিউল পেয়ে যান এই সুপারস্টারের। 'প্রেমের দুনিয়া' নামের একটি ছবির শুটিংয়ে বেরিয়ে পড়েন তাঁরা। ছবিতে সুপারস্টারের পছন্দের নায়িকা টুম্পা মনি। প্রতিদিনই শুটিংয়ে ইস্কান্দারের ইচ্ছামতো দৃশ্য সাজাতে হয়। তাঁর কথা মতো শুটিং শুরু ও শেষ করতে হয়। পান থেকে চুন খসলেই ইস্কান্দারের কাছে নাজেহাল হতে হয় প্রোডাকশন ম্যানেজার, বয়দের। আর রাত নামলেই তাঁর বিশেষ চাহিদা! তারপরও সুপারস্টারের প্রশংসায় পঞ্চমুখ থাকতে হয় পরিচালকের।
সিনেমার জগতের কাহিনি নিয়ে সাত পর্বের ধারাবাহিক নাটক 'ইস্কান্দার শাহ সুপারস্টার'। এতে সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। বিভিন্ন সময়ে দর্শকদের সামনে বিভিন্ন চরিত্রে হাজির হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এবার তিনি হাজির হয়েছেন সিনেমার নায়ক সুপারস্টার ইস্কান্দার শাহ চরিত্রে। জাহিদ হাসান বলেন, 'আমার চরিত্রটি একটু একরোখা স্বভাবের। প্রোডাকশনের লোকজনের সঙ্গে বাজে ব্যবহার করা, নিজের মতো করে চিত্রনাট্য ঘুরিয়ে দেওয়া, নায়িকার সঙ্গে অকারণে ঘনিষ্ঠ হওয়াই আমার কাজ। নাটকের শেষে গিয়ে দর্শকেরা একটা মজার গল্প খুঁজে পাবেন।'
নাটকটি পরিচালনা করেছেন হিমু আকরাম। তিনি জানান ফিল্ম ইউনিটের অদ্ভুত কিছু চরিত্র নিয়েই এই নাটক। সেই নাটকে আছেন 'প্রেমের দুনিয়া' নামের একটি ছবির পরিচালক, ম্যানেজার, নায়িকা, বয় ও এক পাগলা নায়কের গল্প। হিমু আকরাম বলেন, নাটকটির মধ্যে সিনেমা জগতের কিছু বাস্তব চিত্র খুঁজে পাওয়া যাবে। সিনেমার শুটিংয়ে লোকেশনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো কোনো নায়ক, নায়িকা ও নায়িকার মায়ের ব্যবহার কীভাবে বদলে যায়, এই নাটক দেখলে সেটা আঁচ করতে পারবেন দর্শকেরা। সেসব ঘটনাই রসাত্মকভাবে তুলে আনার চেষ্টা করেছি।'
সিনেমার নায়িকা টুম্পা মনির চরিত্রে এ নাটকে দেখা যাবে নীলাঞ্জনা নীলাকে। এতে আরও অভিনয় করেছেন মুনিরা মিঠু, সাজু খাদেম, আরফান আহমেদ প্রমুখ। পরিচালক জানান করোনাভাইরাস বিস্তারের আগে আগে নাটকটির শুটিং শেষ করেছিলেন তিনি। ঈদের দিন থেকে প্রতিদিন এক পর্ব করে নাটকটি দেখানো হবে আরটিভিতে।