অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন থেকে সম্প্রতি ঘোষণা করা হয়, পাকিস্তানের কোনো শিল্পী আর বলিউডে কাজ করতে পারবেন না। এবার জানা গেছে, এই নিষেধের তালিকায় যুক্ত হয়েছে পাঞ্জাব রাজ্য সরকারের মন্ত্রী, ভারতের সাবেক ক্রিকেট তারকা ও টিভি ব্যক্তিত্ব নভজ্যোত সিং সিধু। তাঁর ‘পাকিস্তানপ্রীতি’ এই নিষিদ্ধ হওয়ার পেছনের একমাত্র কারণ। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ বন্ধু তিনি। এদিকে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ঘোষণা দিয়েছে, নভজ্যোত সিং সিধু কোনো চলচ্চিত্র কিংবা ভারতের কোনো টিভি চ্যানেলের অনুষ্ঠানে থাকতে পারবেন না। সংশ্লিষ্ট লোকজনের মতে, ভারতের এই দুটি বড় সংগঠনের সিদ্ধান্তের ফলে নভজ্যোত সিং সিধুর টিভি কেরিয়ার একেবারেই শেষ।
এদিকে সনি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ থেকে এরই মধ্যে বাদ দেওয়া হয়েছে নভজ্যোত সিং সিধুকে। এবার তাঁর চেয়ারে বসেছেন অর্চনা পুরাণ সিং।
ভারতশাসিত জম্মু-কাশ্মীরে ১৪ ফেব্রুয়ারি রাজ্যের পুলওয়ামা জেলার আওয়ান্তিপুরা এলাকায় বাইপাসের কাছে গোরিপোরায় জম্মু-শ্রীনগর ৬ নম্বর জাতীয় সড়কে বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। ভারত সরকার এই ঘটনার জন্য পাকিস্তানের সংশ্লিষ্ট থাকার অভিযোগ করেছে। এই ঘটনার পর সারা দেশে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। ক্ষোভ ও সমালোচনা করেছেন বলিউডের তারকারাও।
নভজ্যোত সিং সিধু যুক্ত ছিলেন সনি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’র সঙ্গে। পুলওয়ামার ঘটনার পর সাংবাদিকদের কাছে নভজ্যোত সিং সিধু বলেছেন, ‘কোনো দেশকে জঙ্গি হামলার জন্য দায়ী করা ঠিক হবে না। জঙ্গিদের কোনো সম্প্রদায়, ধর্ম নেই। সব সংগঠন আর দেশে ভালো, খারাপ, মন্দ লোক রয়েছে। খারাপ লোকদের শাস্তি দেওয়া প্রয়োজন। তবে এমন কাপুরুষোচিত ঘটনার জন্য কোনো দেশ কিংবা সংগঠনকে দায়ী করা ঠিক না।’
নভজ্যোত সিং সিধুর পাকিস্তানপ্রীতি আর আপত্তিকর মন্তব্য এবং এরপর সমালোচনা বাড়তে থাকায় তাঁকে ‘দ্য কপিল শর্মা শো’ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় সনি চ্যানেল কর্তৃপক্ষ। সনি চ্যানেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ‘নভজ্যোত সিং সিধুর মন্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়। তাঁর মন্তব্যের পর অনেকেই সনি চ্যানেল এবং “দ্য কপিল শর্মা শো”কে বিতর্কে টেনে এনেছে। তাই অনুষ্ঠানটি থেকে নভজ্যোত সিং সিধুকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’