লকডাউনের আগে অনেকটা ব্যস্ত ছিলেন মৌটুসী বিশ্বাস। লকডাউনের পরে আর ব্যস্ত হতে চাইছেন না তিনি। দৌড়ঝাঁপ করে আর কাজ করবেন না। পরিবারকে আগেও সময় দিতেন। এখন নিজেকে বেশি সময় দিতে চান।
লকডাউন শিথিল হওয়ার পরে অনেক অভিনয়শিল্পী কাজে ফিরলেও তাড়া অনুভব করেননি মৌটুসী। দুই ঈদে কোনো কাজ করেননি। সাড়ে চার মাস ঘরে বসে থাকার পর ৭ আগস্ট প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। এটি প্রচারিত হবে দীপ্ত টিভিতে।
ভিন্ন ভিন্ন চ্যানেলে তিনটি ধারাবাহিক প্রচার হচ্ছে তাঁর। করোনাকালে এগুলোর বাইরে কাজ করার ইচ্ছা নেই তাঁর। মৌটুসী বলেন, ‘২০ মার্চ “আগুনপাখি”র শুটিং করে ঘরে ঢুকেছি। শেষ চার মাস একদম ঘরে থেকেছি। এমনকি বাজার করেছি অনলাইনে। এখন বাধ্য হয়ে শুটিংয়ে বেরিয়েছি। স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছি।’
মৌটুসী জানান, লকডাউনের সময়টা তিনি কাটিয়েছেন রান্না করে, সিনেমা দেখে, বই পড়ে। বই পড়ার খুব নেশা হয়েছে তাঁর। ‘এখন থেকে নিজেকে সময় দেব। করোনা চলে যাওয়ার পরও আগের মতো বেশি কাজ করব না’, মৌটুসীর সাফ কথা।
তিনি এখন আছেন মানিকগঞ্জের বেতিলায়। সেখানে ‘আগুনপাখি’ নাটকের শুটিং করছেন। হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ধারাবাহিকটি। মৌটুসী বলেন, ‘এটা পিরিয়ড ড্রামা। ব্রিটিশ আমলের গল্প। হাসান আজিজুল হকের মায়ের জীবনী এটা। মায়ের চরিত্রটা আমি করছি। ভিন্ন ভিন্ন বয়সে আমাকে দেখা যাবে নাটকে। নাটকের গল্পটা অনেক বিস্তৃত। সেই অবিভক্ত ভারতের সময়টাকে তুলে আনা হচ্ছে।’
মৌটুসী বলেন,‘গরমের মধ্যে কষ্ট সয়ে কাজ করতে হচ্ছে। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেই দেখি মেকআপ গলে যাচ্ছে। এ জন্য আগেই কয়েকবার মহড়া করে নিচ্ছি। তারপর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি। একাধিক ক্যামেরায় কাজ করা হচ্ছে বলে কিছুটা স্বস্তি মিলছে।’
শিগগিরই ‘আগুনপাখি’ প্রচারে আসবে। নাটকটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। মৌটুসী জানান, বর্তমানে তিনটি ধারাবাহিক প্রচার হচ্ছে তাঁর। চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ‘রুপালি জ্যোৎস্নায়’। আরটিভিতে প্রচার হচ্ছে হিরা জামান পরিচালিত ‘টিপু সুলতান’। এনটিভিতে প্রচার হচ্ছে এজাজ মুন্না পরিচালিত ‘শহর আলী’।