সাবিলা নূর ও তাহসান খান
সাবিলা নূর ও তাহসান খান

শার্লক হোমসের সঙ্গে সাবিলা

কৈশোর থেকেই বই পড়তে ভালোবাসেন অভিনেত্রী সাবিলা নূর। স্যার আর্থার কোনান ডয়েলের গল্পও পড়া হতো তাঁর। শার্লক হোমস পড়তে গিয়ে তাঁর মনে হতো, হোমস জাদু জানে। সে কারণেই জীবন বাজি রেখে রহস্যের জট খুলে বিপদ থেকে রক্ষা পান। রাত জেগে সেসব বই পড়তেন সাবিলা। এমনকি পরে শার্লক হোমসকে নিয়ে কোনো সিনেমা বা সিরিজ হলেও দেখে ফেলতেন। একসময় শার্লকের মতো গোয়েন্দা হতে চাইতেন। সেটা সম্ভব না হলেও শার্লক হোমসের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলেন এই অভিনেত্রী।

তাহসান–সাবিলা

শার্লক হোমসকে নিয়ে নির্মিত বেশির ভাগ সিনেমা ও সিরিজ সাবিলার দেখা। সেদিক থেকে এ চরিত্রের অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ অনেক তরুণ–তরুণীর মতো তাঁরও মন জয় করে নিয়েছেন। বেনেডিক্ট অভিনীত ‘শার্লক’ টিভি সিরিজের ‘দ্য ফাইনাল প্রবলেম’, ‘দ্য লাইং ডিটেকটিভ’সহ সব কটি পর্ব ভালো লেগেছে তাঁর। সাবিলা বলেন, ‘শার্লক হোমসকে যেভাবে বইতে পড়েছি, ঠিক সেভাবেই বেনেডিক্ট চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। যদিও সিরিজে তাঁকে মডার্নাইজ করে দেখানো হয়েছে। এটা আমার কাছে আরও মানানসই মনে হয়েছে।’

সাবিলা–তাহসান জুটির এটি চতুর্থ নাটক

এমনকি সাবিলার মোটামুটি ভালো লেগেছে সিনেমার শার্লক রবার্ট ডাউনি জুনিয়রের অভিনয়। তিনি বলেন, ‘মুভির চেয়ে সিরিজই আমি বেশি দেখি। সেই হিসেবে আমার মনে হয়, শার্লক চরিত্রে ডাউনি জুনিয়রের চেয়ে বেনেডিক্ট সেরা।’

গল্পে প্ল্যানচেট করে শার্লকের আত্মাকে হাজির করতে দেখা যাবে সাবিলাকে

পড়া ও দেখার সেসব অভিজ্ঞতা এবার কাজে লাগল সাবিলার। সম্প্রতি ‘শার্লক হোমস ইন লাভ’ নামে একটি খণ্ডনাটকে অভিনয় করেছেন তিনি। গল্পে প্ল্যানচেট করে শার্লকের আত্মাকে হাজির করতে দেখা যাবে সাবিলাকে। এখানে শার্লক চরিত্রে অভিনয় করেছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। হলিউড তারকাদের বাইরে এ চরিত্রে তাহসান বেশ ভালো অভিনয় করেছেন বলে মনে করছেন সাবিলা। শার্লক চরিত্রে তাহসানকে কত নম্বর দেবেন? জানতে তিনি বলেন, ‘চরিত্রটিতে তাহসান ভাইকে দারুণ মানিয়েছে। তাঁর পোশাক, অভিনয়, অভিব্যক্তি শার্লক হোমসের মতোই ছিল। তাহসান ভাইকে শার্লক হোমস চরিত্রে ১০–এ ১০ দেব।’

সাবিলা–তাহসান জুটির এটি চতুর্থ নাটক। ছোটবেলা থেকেই সাবিলা তাহসানের গানের ভক্ত। তিনি জানান, প্রথমবার শুটিংয়ের সময় তাহসানকে খুবই ভয় পেয়েছিলেন। পরে শুটিং সেটে কথা বলতে বলতে ভয় কাটে তাঁর। তিনি বলেন, ‘এখন তাহসান ভাইয়ের সঙ্গে শুটিং থাকলে গান, সিনেমা, নাটক নিয়ে দারুণ আড্ডা হয়। তাঁর সঙ্গে ভালো সময় কাটে। সহশিল্পী হিসেবে তিনি খুব ভালো।’ ‘শার্লক হোমস ইন লাভ’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুরসালিন শুভ। চিত্রনাট্য লিখেছেন মুহাম্মদ আবু রাজিন। ভালোবাসা দিবসে রাত ১০টায় নাটকটি দেখা যাবে আরটিভিতে।