শখ-নোবেলের সংসার

নোবেল ও শখের সঙ্গে তাঁদের মেয়ের ভূমিকায় অভিনয় করেছে অয়ন্যা। ছবি: সংগৃহীত
নোবেল ও শখের সঙ্গে তাঁদের মেয়ের ভূমিকায় অভিনয় করেছে অয়ন্যা।  ছবি: সংগৃহীত

ইতিবাচক গল্পের নাটক ‘বি পজেটিভ’। সেখানে দেখা যাবে দুই অভিনয়শিল্পী শখ ও নোবেলের সংসারের গল্প। তবে এর অন্তরালে রয়েছে সমাজের নানা বাস্তব অসংগতির ছবি। সেখানে নোবেল একজন নিষ্ঠাবান চাকরিজীবী।

গত বছর নোবেল ও শখ অভিনয় করেছিলেন ‘অহংকার’ নামের এক নাটকে। আরটিভিতে সেটি প্রচারিত হয় ঈদুল আজহায়। আবারও একই জুটি কাজ করলেন ‘বি পজেটিভ’ নামের নাটকে। গত শুক্রবার ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং শুরু হয়েছে।

এ নাটক নিয়ে নোবেল বলেন, ‘নাটকের গল্পটিতে চরম বাস্তবতা আছে, যার কারণে কাজটি করছি। শখের সঙ্গে আগেও বিজ্ঞাপন ও কিছু নাটকে কাজ করেছি। মিষ্টি একটি মেয়ে, ভালো কাজ করে।’ নোবেলের সঙ্গে কাজ করে উল্লসিত শখ বলেন, ‘সহশিল্পী হিসেবে নোবেল ভাইয়ের সঙ্গে কাজ করা স্বপ্নের মতো। এত বড় একজন তারকা, অথচ কাজের সময় সহশিল্পীর প্রতি যে ধরনের আন্তরিকতা নিয়ে কাজ করেন, আমি মুগ্ধ হই।’

নাটকের গল্পটি লিখেছেন সাব্বির চৌধুরী, প্রযোজকও তিনি। পরিচালনা করছেন রূপক বিন রউফ। আগামী ঈদুল ফিতরে আরটিভিতে দেখা যাবে নাটকটি।