ক্যাম্পাসকেন্দ্রিক ছাত্ররাজনীতির গল্প নিয়ে নাটক ‘রক’। অভিনয়শিল্পী মোশাররফ করিম নাটকটিতে অভিনয় করেছিলেন। ২০১৬ সালে এটি তৈরি হয়। এবার নাটকটির সিকুয়েল ‘রক টু’ তৈরি হচ্ছে। ক্যাম্পাসভিত্তিক নাটকের গল্প হওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হয়েছে নাটকের শুটিং।
নাটকটির পরিচালক মাইদুল রাকিব বলেন, ‘আমরা পুরো একটি দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুটিং করেছি। এ ছাড়া আইইউবিএটি ক্যাম্পাসেও শুটিং করেছি।’
নাটকটিতে মোশাররফ করিমের চরিত্রের নাম সোহেল রানা হলেও তিনি নেতা হওয়ার জন্য নিজেকে ‘রক’ হিসেবে পরিচয় দেন। সিকুয়েলটিতেও একই চরিত্রে অভিনয় করেছেন তিনি। মোশাররফ করিম বলেন, ‘চরিত্রটি স্যাটায়ার ও কমেডি ঘরানার। অভিনয় বেশ উপভোগ করেছি।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মাহমুদুল ইসলাম প্রমুখ। পরিচালক জানান, শিগগির ঈগল মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে নাটকটি।