বরাবরের মতোই এবারও মেরিল-প্রথম আলো–২০২১ পুরস্কারের অন্যতম আকর্ষণ ছিল লালগালিচা। পুরস্কার অনুষ্ঠান শুরুর আগে লালগালিচা মুখর হয়ে উঠেছিল দেশের বিনোদন অঙ্গনের তারকাদের উপস্থিতিতে। লালগালিচায় কেবল তারকারা ছবির জন্য পোজই দেননি, ঘটেছে মজার সব ঘটনা। সে রকম কিছু ঘটনা পাঠকদের জন্য তুলে ধরা হলো। ছবিগুলো তুলেছেন খালেদ সরকার। লালগালিচা পর্ব–২
‘আপু একবার তাকান’
কাজ করা সাদা গাউনে লালগালিচায় হাজির হন টিভি তারকা মেহজাবীন চৌধুরী। লালগালিচায় পা রাখতেই পাশ থেকে ভক্তরা নাম ধরে তাঁকে ডাকতে থাকেন। এক নারী ভক্ত পাশ থেকে বলেন, ‘মেহজাবীন আপু, প্লিজ একবার তাকান।’
নেমে গেলেন ঐশী
লম্বা লেজওয়ালা গাউন পরে লালগালিচায় হাজির হন জান্নাতুল ফেরদৌস ঐশী। তাঁর পোশাক ধরতে পেছনে ছিলেন দুজন। এর মধ্যে হঠাৎ ঐশী দেখতে পান, পেছনে দাঁড়িয়ে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। সঙ্গে সঙ্গে লালগালিচা থাকে নেমে তাঁকে সালাম করেন তিনি। পরে একসঙ্গে ফ্রেমবন্দী হন দুজন।
অনিমেষকে নিয়ে ভাবনা
ভাবনা-অনিমেষের প্রেমকাহিনি সবারই জানা। শুক্রবার প্রেমিককে নিয়ে লালগালিচায় এসে হাজির হন আশনা হাবিব ভাবনা। অনেক দিন পর আবার তাঁদের একসঙ্গে দেখা গেল।
যদি ঢুকতে না দেয়
লালগালিচায় ছবি তোলার জন্য অনেকেই প্রবেশপত্রটি ব্যাগ বা পকেটে লুকিয়ে রাখছিলেন। এ সময় সাজু খাদেমকে দেখা গেল প্রবেশপত্র সামনে ধরে লালগালিচায় এগিয়ে এলেন। বললেন, ‘যদি ভেতরে ঢুকতে না দেয়, সে জন্য কার্ড সামনে রেখেছি।’
পূজার মুখে হাসি
বাঁধন সরকার পূজা একের পর এক ফ্রেমবন্দী হচ্ছিলেন। নিজে বলেও দিচ্ছিলেন কীভাবে ফ্রেমবন্দী হতে চান। পরে ছবি ওঠানো শেষ হতেই এগিয়ে এলেন ফটোগ্রাফারের কাছে। এসেই বললেন, ভাই ছবিগুলো দেখি কেমন হয়েছে। ভালো না হলে আবার তুলে দিতে হবে। পরে অবশ্য ছবি দেখে মুখে হাসি ফোটে।
গ্রন্থনা: মনজুরুল আলম