মেহজাবীনকে এভাবে আগে দেখা যায়নি

বৈচিত্র্যময় লুকে সব সময়ই ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে এবার ছিলেন ব্যতিক্রম, ক্যামেরার সামনে দাঁড়ালেও ছিল না শুটিংয়ের কোনো আয়োজন। ঘুরতে গিয়ে নানা ভঙ্গিতে ফ্রেমবন্দী হন এ তারকা। এভাবে আগে দেখা যায়নি মেহজাবীনকে। দেখুন ছবিতে

মেহজাবীনের এ যেন বিশেষ অভিজ্ঞতার মুখোমুখি হওয়া। কিছু সময়ের জন্য তুরস্কে মৃৎশিল্পী হওয়ার চেষ্টা করেছেন। প্রথমবার বানিয়েছেন মাটির পাত্র
ছবি: মেহজাবীনের ফেসবুক থেকে
‘আমার যেখানে থাকা উচিত, সেখানেই রয়েছি’ গ্রীসে গিয়ে ফেসবুকে লিখেছেন মেহজাবীন
নিউইয়র্ক শহরে মেহজাবীনের একদিন। ‘আমার দিকে তাকিয়ে আছ কেন’, লিখে ছবিটি পোস্ট করেছেন
টেলর সুইফটের গাওয়া ‘ওয়াইল্ডেস্ট ড্রিম’ গানটির কথার মতো সেজেছিলেন এই অভিনেত্রী। মেহজাবীন লিখেছেন, টেইলর সুইফটের গানের একটি দৃশ্যের মতো
সুইফটের গানের ভিডিওতে দেখা যায়, কোনো মেয়ে সুন্দর পোশাক পরে সূর্যাস্ত দেখছেন, শত শত বেলুন উড়ছে। হুট করেই এভাবে ক্যামেরার সামনে দাঁড়ানোর পরিকল্পনা মেহজাবীনের
টেক্সাসে কমলা রোদে ধরা পড়লেন এই অভিনেত্রী। দেখে মনে হয়, এ যেন হলিউডের কোনো অভিনেত্রী
চারপাশে অসংখ্য ঘোড়া আর পাহাড়ের পাশে দাঁড়িয়ে কী করছেন মেহজাবীন
কাজের ব্যস্ততায় তেমন ফ্রেমবন্দী হওয়া হয় না। তাই কোথাও ঘুরতে গেলে অনেকটা নেশার মতো হয়ে যায় ফ্রেমবন্দী হওয়া
এভাবে ফ্রেমবন্দী হওয়ার জন্য, শুটিংয়ের মতো দীর্ঘ তিন–চার ঘণ্টার প্রস্তুতি নিয়ে আলোকচিত্রীর সামনে দাঁড়ান মেহজাবীন
নিজের ইচ্ছেমতো সাজ ও স্টাইলে ছবি তুলতে পছন্দ করেন