ভাবনার ধারণা তাঁর অপরাধ দুটি

মা দিবসে মা ও বোন অদিতি হাবিব অনন্যার সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে মাকে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা। সেটার নিচে এসে জড়ো হয় বেশ কিছু অশালীন মন্তব্য। এতে ক্ষুব্ধ ভাবনা লেখেন, ‘আমার মাকেও এরা ছাড়ল না। মানুষ কারও মাকে নিয়ে এমন নোংরামি করতে পারে? ফেসবুক কিছু জঘন্য মানসিকতার মানুষের আস্তানা হয়ে যাচ্ছে আর আমরা চুপ আছি। সাইবার ক্রাইম বিভাগ কেন দুই–একটাকে শাস্তি দেয় না, আমি বুঝি না।’

মা ও ছোট বোনের সঙ্গে এই ছবিটি পোস্ট করে ট্রলের শিকার হয়েছেন ভাবনা
ফেসবুক

ঘটনার প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকজন তারকা ও অভিনয়শিল্পী ফেসবুকে পোস্ট দেন। ভাবনার সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার সঙ্গে অন্যায় ঘটলে সবাই চুপ, এখন আমার মা বুলিংয়ের শিকার হলো, সাম্প্রদায়িক মন্তব্য করা হলো আমাদের নিয়ে, এখনো সবাই নিশ্চুপ। আমরা কেন প্রতিবাদ করা ভুলে গেছি? করলেও কারও কারও জন্য প্রতিবাদ করা হবে, বাকিদের বেলায় হবে না? আমার পাশে কখনোই কেউ ছিল না। আমার অপরাধ দুটো। এক, আমি মেয়ে। দুই, আমি অনিমেষের (নির্মাতা অনিমেষ আইচ) প্রেমিকা। তাতে তাদের সমস্যাটা কোথায়? আমি আমার সম্পর্ক অন্যদের মতো লুকাইনি, আমি সৎ, এটাও আমার অপরাধ? এই জন্যে আমি কাজ পাই না! আমার মায়ের পোশাক নিয়ে কথা বলবে, টিপ পরা নিয়ে কথা বলবে! তাঁদের মাকে নিয়ে কেউ এ রকম মন্তব্য করলে কেমন লাগবে?’

ভাবনা

রাগ, দুঃখ, ক্ষোভ আর হতাশায় ভেঙে পড়েছেন এই অভিনেত্রী। ভাবনা বলেন, ‘মাকে আত্মীয়স্বজন ফোন করে উল্টোপাল্টা কথা বলছে। মা আর কী বলবে, শেষমেষ আমাকে ডেকে বলল, তুমি আর আমার সঙ্গে ছবি দিও না। মায়ের সঙ্গে একটা ছবি পোস্ট করার অধিকারও কি আমার নেই?’

নির্মাতা অনিমেষ আইচ তাঁর প্রেমিকা অভিনেত্রী আশনা হাবীব ভাবনা

এর আগে হাতাকাটা ব্লাউজ পরে বইমেলায় যাওয়ার জন্যও বুলিংয়ের শিকার হয়েছিলেন ভাবনা। সে সময় তিনি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগও করেছিলেন।