মার্কিন সুপার মডেল বেলা হাদিদের আজ ২৫তম জন্মদিন। বিশ্বের আলোচিত মডেল তিনি। মডেলিংয়ের পাশাপাশি করেন নানা রকম সামাজিক কাজ। জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে টুকিটাকি।
বিনোদন ডেস্ক
২০১৯ সালে বিশ্বের সবচেয়ে সুন্দরী মডেল অ্যাখ্যায়িত হন বেলা হাদিদ। ‘গোল্ডেন রেশিও অব বিউটিফাই স্ট্যান্ডার্ডস’ জরিপে দেখা গেছে, সবচেয়ে নিখুঁত মুখশ্রীর অধিকারী তিনি। সেই জরিপে সবচেয়ে বেশি ৯৪ দশমিক ৩৫ শতাংশ নম্বর পেয়েছিলেন বেলাবেলা হাদিদ ১৯৯৬ সালের ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম ইসাবেলা খায়ের হাদিদ। তাঁর বাবা মোহামেদ হাদিদ ছিলেন ফিলিস্তিনের মানুষ। সেখানে তাঁর ব্যবসা ছিল। বেলার মা ইয়োলান্দা ছিলেন ডাচ মডেল। বেলার বড় বোন জিজি হাদিদ, ছোট ভাই আনোয়ারও একজন মডেল
বিজ্ঞাপন
২০১৭ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে তখনকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে হইচই ফেলে দেন বেলা হাদিদ। তিনি বলেছিলেন, একজন মুসলমান ও একজন শরণার্থীর মেয়ে হিসেবে তিনি গর্বিতএ বছরের ১১ জুলাই ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় উপস্থিত হয়েছিলেন বেলা হাদিদ। তাঁর অলংকার নিয়ে বিশ্বব্যাপী বেশ আলোচনা হয়। একটি লম্বা কালো উলের পোশাকের সঙ্গে ফুসফুস আকৃতির এই গয়না ছিল সোনা ও পিতলের তৈরি
বিজ্ঞাপন
বাবার পাসপোর্টের ছবি শেয়ার করে বেলা একবার ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমি একজন গর্বিত ফিলিস্তিনি।’ ইনস্টাগ্রাম সেই ছবি মুছে দেয়। এতে ক্ষুব্ধ বেলা লিখলেন, ‘আমি কেবল বলেছি, আমার বাবার জন্ম ফিলিস্তিনে। সেই “অপরাধে” ইনস্টাগ্রাম আমার পোস্ট মুছে ফেলল? কোন অধিকারে? তাহলে কি ফিলিস্তিনের মানুষের জন্য ইনস্টাগ্রাম নয়? এভাবে মানুষের মুখ বন্ধ রাখা যাবে না। এভাবে ইতিহাস আর বর্তমানকে মুছে ফেলা যায় না।’ তখন বেলার অনুসারী ছিল ৩ কোটি ১৫ লাখ। এই মুহূর্তে বেলাকে অনুসরণ করেন ৪ কোটি ৬৪ লাখ মানুষ। পরে অবশ্য ক্ষমা চেয়েছিল ইনস্টাগ্রাম কর্তৃপক্ষসংগীত তারকা দ্য উইকেন্ডের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বেলার। পরে অবশ্য সেই সম্পর্ক ভেঙে যায়। এর মধ্যে র্যাপার ড্রেক ও খেলোয়ার ওডেল বেকহাম জুনিয়রের সঙ্গেও বেলার প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে বর্তমানে শিল্পনির্দেশক মার্ক ক্যালম্যানের সঙ্গে বেলাকে নানা জায়গায় ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা গেছেবেলাকে পর্দায় দেখা গেছে নানা ভূমিকায়। কখনো সংগীতচিত্রের মডেল, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বা টেলিভিশন অনুষ্ঠানেবিভিন্ন সময় বেলাকে পাওয়া গেছে সামাজিক নানা কর্মকাণ্ডে। ২০২০ সালের মে মাসে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার্স’ আন্দোলনে সমর্থন জুগিয়েছিলেন বেলা। চলতি বছরের আগস্ট মাসে লেবাননে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা পাঠিয়েছিলেন। এ ছাড়া করোনাকালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সাহায্য পাঠিয়েছিলেন তিনি